তিনি উসমান খোওয়াজার উইকেটটি তুল নেন। সিরাজ তাঁর আগুনে ঝলসে দিচ্ছিলেন পাশাপাশি তিনি স্লেজিংয়েও জড়ান। সিরাজের একটি বল সজোরে গিয়ে হাতের আঙুলে লেগে যায়। লাবুশেন ষষ্ঠতম ওভারে কথা চালাচালি হয়।
advertisement
অষ্টম ওভারে সিরাজের ডেলিভারি লাবুশেন সিরাজের বল বুঝতেই পারেননি। সজোরে গিয়ে বুড়ো আঙুলে লাগে বলটি।
ভারত বনাম অস্ট্রেলিয়া কে ক্রিকেট বিশ্বে শ্রেষ্ঠ , তার উত্তরাধিকার নিয়ে এবার বাইশ গজের এই লড়াই। সাম্প্রতিক সময়ে তাঁরা যে দক্ষতা অর্জন করেছে তার কারণেই বিভিন্ন প্রতিকূলতাকে উপেক্ষা করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পেয়ে গেছে।
টসের পর রোহিত শর্মা বলেন, “আমরা বোলিং করব। কন্ডিশন এবং আবহাওয়াও মেঘাচ্ছন্ন। পিচ খুব বেশি বদলাবে না। চার পেসার এবং একজন স্পিনার। স্পিনার হলেন জাদেজা। অশ্বিনের মত ক্রিকেটারকেবাইরে রাখা সবসময়ই কঠিন (ছাড়তে) অশ্বিন), সে একজন ম্যাচ উইনার। অনেক অভিজ্ঞতা আছে, সে ৮০ টি টেস্ট খেলেছে।”