TRENDING:

WTC Final 2023, IND vs AUS: লাঞ্চের আগেই অলআউট ভারত, ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল অস্ট্রেলিয়া

Last Updated:

WTC Final 2023, IND vs AUS: সলড়াইয়ের কথা শুধু মুখেই। কাজের বেলায় কিছুই নেই। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ২০২৩ অস্ট্রেলিয়া। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লজ্জার হার ভারতীয় দলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওভাল: লড়াইয়ের কথা শুধু মুখেই। কাজের বেলায় কিছুই নেই। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ২০২৩ জিতল অস্ট্রেলিয়া। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লজ্জার হার ভারতীয় দলের। পঞ্চম দিনে বিরাট কোহলি ও অজিঙ্কে রাহানের ব্যাটে যে লড়াই আশা করেছিল দেশবাসী তা পূরণ করতে ব্যর্থ ভারতীয় ব্যাটাররা। লাঞ্চের আগেই ধস নামে ভারতীয় ব্যাটিং লাইনে। একের পর এক উইকেট হারিয়ে ২৩৪ রানে অলআউট হয়ে যায় রোহিত শর্মার দল। ইতিহাসের প্রথম দল হিসেবে সবধরনের আইসিসি ট্রফি জয়ের নজির গড়ল অস্ট্রেলিয়া।
advertisement

অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ভারতীয় দলের স্কোর ছিল ১৬৪ রানে ৩ উইকেট। পঞ্চম দিনের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে ভারত। দলের ১৭৯ রানে মাথায় স্কট বোল্যান্ডের বাইরের বলে ড্রাইভ মারতে গিয়ে স্লিপে ক্যাচ আউট হন বিরাট কোহলি। দুরন্ত ক্যাচ ধরেন স্টিভ স্মিথ। ব্যক্তিগত ৪৯ রানে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। এরপর রবীন্দ্র জাদেজা ক্রিজে এসে খাতা না খুলেই বোল্যান্ডের শিকার হন। ১৭৯-তে ভারতের উইকেট সংখ্যা দাঁড়ায় ৫।

advertisement

এরপর, অজিঙ্কে রাহানে ও কেএস ভরত মিলে ভারতীয় দলকে কিছুটা টানার চেষ্টা করেন। তার জুটিতে ৩৩ রান যোগ করেন। রাহানে ও ভরত জুটিতে ফের যখন ঘুড়ে দাঁড়ানোর আশা করছে ফ্যানেরা তখনই ফের ধাক্কা। দলের ২১২ রানে ব্যক্তিগত ৪৬ রান করে মিচেল স্টার্কের বলে আউট হন অজিঙ্কা রাহানে। তারপর শার্দুল ঠাকুরও খাতা না খুলে ন্যাথান লায়নের বলে আউট হন। পরপর উইকেট হারিয়ে ম্যাচ হাতের বাইরে চলে যায় ভারতের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

২২০ রানে ভারতের অষ্টম উইকেট পড়ে। ১ রান করে মিচেল স্টার্কের শিকার হন উমেশ যাদব। এরপর ব্যক্তগত ২৪ রান করে ন্যাথান লায়নের বলে আউট হন কেএস ভরত। শেষ উইকেট পড়ে ২৩৪ রানে। ১ রান করে ন্যাথান লায়নের শিকার হন মহম্মদ সিরাজ। ২০৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল ব্যাগি গ্রিনরা। টানা দ্বিতীয়বার ফাইনাল হেরে ভারতের প্রাপ্তি শুধুই হতাশা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
WTC Final 2023, IND vs AUS: লাঞ্চের আগেই অলআউট ভারত, ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল অস্ট্রেলিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল