অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ভারতীয় দলের স্কোর ছিল ১৬৪ রানে ৩ উইকেট। পঞ্চম দিনের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে ভারত। দলের ১৭৯ রানে মাথায় স্কট বোল্যান্ডের বাইরের বলে ড্রাইভ মারতে গিয়ে স্লিপে ক্যাচ আউট হন বিরাট কোহলি। দুরন্ত ক্যাচ ধরেন স্টিভ স্মিথ। ব্যক্তিগত ৪৯ রানে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। এরপর রবীন্দ্র জাদেজা ক্রিজে এসে খাতা না খুলেই বোল্যান্ডের শিকার হন। ১৭৯-তে ভারতের উইকেট সংখ্যা দাঁড়ায় ৫।
advertisement
এরপর, অজিঙ্কে রাহানে ও কেএস ভরত মিলে ভারতীয় দলকে কিছুটা টানার চেষ্টা করেন। তার জুটিতে ৩৩ রান যোগ করেন। রাহানে ও ভরত জুটিতে ফের যখন ঘুড়ে দাঁড়ানোর আশা করছে ফ্যানেরা তখনই ফের ধাক্কা। দলের ২১২ রানে ব্যক্তিগত ৪৬ রান করে মিচেল স্টার্কের বলে আউট হন অজিঙ্কা রাহানে। তারপর শার্দুল ঠাকুরও খাতা না খুলে ন্যাথান লায়নের বলে আউট হন। পরপর উইকেট হারিয়ে ম্যাচ হাতের বাইরে চলে যায় ভারতের।
২২০ রানে ভারতের অষ্টম উইকেট পড়ে। ১ রান করে মিচেল স্টার্কের শিকার হন উমেশ যাদব। এরপর ব্যক্তগত ২৪ রান করে ন্যাথান লায়নের বলে আউট হন কেএস ভরত। শেষ উইকেট পড়ে ২৩৪ রানে। ১ রান করে ন্যাথান লায়নের শিকার হন মহম্মদ সিরাজ। ২০৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল ব্যাগি গ্রিনরা। টানা দ্বিতীয়বার ফাইনাল হেরে ভারতের প্রাপ্তি শুধুই হতাশা।