TRENDING:

Wrestler's Protest: রিংয়ের বদলে রাস্তায়, বাংলার ক্রীড়াবিদদের নিয়ে দিল্লির কুস্তিগিরদের পাশে এসএফআই

Last Updated:

পশ্চিমবঙ্গ থেকে একাধিক খেলোয়াড় এসএফআইয়ের এই কর্মসূচিতে সামিল হয়েছেন। কুস্তিগিরদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে বার্তা পাঠান বুলা চৌধুরী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: রিংয়ের বদলে রাস্তায়। পুরস্কার জেতার চাইতেও এখন বেশি দাবি আদায়ের লক্ষ্যে অনড় থাকা। তবে লড়ায়েই জেদ একই রকম। বেশ কিছুদিন ধরেই দিল্লিতে ধর্নায় রয়েছেন দেশের কুস্তিগিররা। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলনরত দেশের কুস্তিগিররা। আখড়া ছেড়ে দিনের পর দিন দিল্লির যন্তর মন্তরেই কাটাচ্ছেন তাঁরা। রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কুস্তিগিরদের।
কিছুদিন ধরেই দিল্লিতে ধর্নায় রয়েছেন দেশের কুস্তিগিররা
কিছুদিন ধরেই দিল্লিতে ধর্নায় রয়েছেন দেশের কুস্তিগিররা
advertisement

এবার সেই কুস্তিগিরদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই। দিল্লির ধর্নামঞ্চে এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস পৌঁছে গিয়েছিলেন। একই সঙ্গে দীপ্সিতা ধরেরাও সামিল হয়েছেন যন্তর মন্তরে।

আরও দেখুন

এসএফআইয়ের উদ্যোগে কুস্তিগির আন্দোলনের সংহতিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে পাঠান হল কয়েক হাজার পোস্টকার্ড। পদ্মশ্রী ও অর্জুনপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর হাত দিয়ে শুরু হয় এই কর্মসূচি।

advertisement

আরও দেখুন

কেন্দ্রীয় মন্ত্রকে সুবিচার চেয়ে পোস্টকার্ড পাঠান সাক্ষী মালিক সহ আন্দোলনকারী কুস্তিগিররাও। পশ্চিমবঙ্গ থেকে একাধিক খেলোয়াড় এসএফআইয়ের এই কর্মসূচিতে সামিল হয়েছেন। কুস্তিগিরদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে বার্তা পাঠান বুলা চৌধুরী। এ ছাড়া সম্বরণ বন্দ্যোপাধ্যায়, উৎপল চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিশ্বজিৎ ভট্টাচার্য, সুকুমার সমাজপতি, সুব্রত পালের মতো একাধিক খেলোয়াড়রাও ন্যায়বিচারের দাবিতে কুস্তিগিরদের আন্দোলনে সংহতি জানিয়েছেন।

advertisement

পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদদের তরফ থেকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগিরদের অভিযোগ খতিয়ে দেখার আবেদন করেছেন রাজ্যের একাধিক খেলোয়াড়। এসএফআইয়ের উদ্যোগে সামিল হয়েছেন অমিত ভদ্র, দেবাশিস পালচৌধুরী, রঞ্জিত মুখোপাধ্যায়, তুষার রক্ষিত, কুন্তলা ঘোষদস্তিদার, লালকমল ভৌমিকের মতো ফুটবলাররাও।

এসএফআইয়ের উদ্যোগে কুস্তিগির আন্দোলনের সংহতিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে পাঠান হল কয়েক হাজার পোস্টকার্ড।

advertisement

এই বিষয়ে এসএফআইয়ের রাজ্য সম্পাদক বলেন, “এই আন্দোলন ন্যায্য। এই কুস্তিগীররা দেশকে বহু সম্মান এনে দিয়েছেন। তাঁদের এভাবে সুবিচারের দাবিতে রাস্তায় বসে থাকতে দেখতে কার ভাল লাগে? তাহলে কী অভিযুক্ত ব্রিজভূষণ সিং বিজেপি’র সাংসদ বলেই তদন্তে গড়িমসি হচ্ছে? অবিলম্বে ন্যায়বিচার চাই।”

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

UJJAL ROY

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Wrestler's Protest: রিংয়ের বদলে রাস্তায়, বাংলার ক্রীড়াবিদদের নিয়ে দিল্লির কুস্তিগিরদের পাশে এসএফআই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল