জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের শো স্টপার যে শাহরুখ খান হতে চলেছে তা ঠিকই ছিল। উদ্বোধনী অনুষ্ঠানের কিং খান থাকার ঘোষণা হতেই তা উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছিল। বলিউড বাদশাহ পারফর্ম ছাড়াও বলিউডের একাধিক সুপার স্টার মঞ্চ মাতান। শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মলহোত্রা, কার্তিক আরিয়ান, টাইগার স্রফদের পারফরম্যান্স ‘দিল খুশ’ করে দেয় সকলের।
advertisement
শেষে শাহরুখের নাম ঘোষণা হতে চিন্নাস্বামী জুড়ে তখন কিং খানের নামে ধ্বনি। যে মাঠে বিরাট-বিরাট রব উঠত এতদিন সেখানে এদিন দেখা গেল শাহরুখ উন্মাদনা। বলিউডের পাঠান শুধু নিজে নাচলেন না, সকলকেও নাচালেন। এরপর একে একে সকলকে অধিনায়ককে মঞ্চে ডেকে নেন শাহরুখ। তাদের সঙ্গে পারফর্ম করেন উইমেন্স প্রিমিয়ার লিগের থিং সংয়ে।
মঞ্চে উইমেন্স প্রিমিয়ার লিগ নিয়ে বলতে গিয়ে সকলের মন জিতে নেন শাহরুখ খান। নারীশক্তি নিয়ে বলতে গিয়ে শাহরুখ বলেন,”যদি সব ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে যেতে পারে, ক্রিকেটে কেন নয়? আর উইমেন্স প্রিমিয়ার লিগ শুধুই ক্রিকেট নয়, নারীদের উত্থানের মঞ্চ এই টুর্নামেন্ট।”
প্রসঙ্গত, এটি উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুম। গতবারে পুরো প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল মুম্বইতে। এবার দুটি শহর দিল্লি ও বেঙ্গালুরুতে হবে প্রতিযোগিতা। ফাইনাল ১৭ মার্চ।