মেগা ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালই করেছিল দিল্লি ক্যাপিটালসের দুই ওপোপ মেগ ল্যানিং ও শেফালি বর্মা। আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে ওপেনিং জুটিতে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজন। খেলেন বেশ কিছু মারকাটারি শট। ৬৪ রানে প্রথম উইকেট পড়ে দিল্লির। তারপর ধস নামে দিল্লির ব্যাটিং লাইনে। শেফালি বর্মার ৪৪ ও মেগ ল্যানিংয়েক ২৭ রান ছাড়া কোনও আরসিবি ব্যাটার ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয় দিল্লি। আরসিবির হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল।
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, পৃথিবীর কোন ‘সাগরে’ কোনও মাছ নেই? উত্তর অজানা ৯৯ শতাংশের
রান তাড়া করতে নেমে ছোট টার্গেট থাকায় ঠান্ডা মাথায় ব্যাটিং করেন আরসিবির দুই ওপেনার স্মৃতি মন্ধনা ও সোফি ডিভাইন। ওপেনিং জুটিতে ৪৯ রানের পার্টনারশিপ করে জয়ের ভিত গড়ে দেন দুজনে। ডিভাইন ৩২ রান করে আউট হওয়ার পর স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান স্মৃতি ও এলিস পেরি। ৮২ রানে দ্বিতীয় উইকেট পড়ে আরসিবির। ৩১ করে আউট হন অধিনায়ক স্মৃতি মন্ধনা। এরপর বাকি কাজটা অভিজ্ঞতার পরিচয় দিয়ে পূরণ করে পেরি ও রিচা ঘোষ। ১৯.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় আরসিবি। এলিস পেরি ৩৫ ও রিচা ঘোষ ১৭ রানে অপরাজিত থাকেন।