ইউপি ও দিল্লির বিরুদ্ধে হারলেও আরসিবির বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে জয়ে ফিরেছে হরমনপ্রীত কউরের দল। ডু অর ডাই ম্যাচে মুম্বইকে যে পুরানো ছন্দে পাওয়া যাবে সেই বিষয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক। হেইলি ম্যাথিউজ, ন্যাট স্কিভার, হরমনপ্রীত কউর, অ্যামেলিয়া কের, যস্তিকা ভাটিয়ে সমৃদ্ধ ব্যাটিং লাইনআপ আরও একবার জ্বলে ওঠার জন্য প্রস্তুত। অপরদিকে, বোলিং অ্যাটাকে বাংলার সাইকা ইশাকেল স্পিন বড় ভরসা মুম্বইয়ের। সঙ্গে ইজি ওঙ্গ, জিনতিমানি কালিতা, অমনজিৎ কউররা। সব মিলিয়ে ইউপিকে হারিয়ে ফাইনালে টিকিটি পাকা করতে বদ্ধপরিকর মুম্বই।
advertisement
অপরদিকে, গ্রুপের শেষ ম্যাচে দিল্লির কাছে হেরে প্লে অফে এসেছে ইউপি ওয়ারিয়র্স। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে ঘুড়ে দাঁড়াতে মরিয়া অ্যালিসা হেলির দল। ফর্মে রয়েছেন অধিনায়ক। এছাড়া ইউপির মিডল প্রতিযোগিতার অন্যতম সেরা। দুরন্ত ছন্দে রযেঠে তাহিলা ম্যাকগ্রা, সোফি এক্লেস্টোন, গ্রেস হ্যারিসরা। শেষ ম্যাচে হ্যারিস খেলতে পারেননি। প্লে অফে হ্যারিস ফিরলে আরও শক্তিশালী হলে ইউপির ব্যাটিং লাইন। বোলিং অ্যাটাকে সেরাটা দিতে তৈরি সোফি এক্লেস্টোন, অঞ্জলি শর্বাণী, দীপ্তি শর্মারা।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: হেইলি ম্যাথিউজ, যস্তিকা ভাটিয়া, ন্যাট স্কিভার ব্রান্ট, হরমনপ্রীত কউর (অধিনায়ক), এমিলয়া কের, পুজা বস্ত্রকর, ইসাবেল ওঙ্গ, হুমারিয়া কাজি, আমানজ্যোত কউর, জিনতিমানি কালিতা, সাইকা ইশাক।
আরও পড়ুনঃ Lionel Messi: মেসির মুকুটে নতুন পালক, পানামার বিরুদ্ধে গোল করে গড়লেন নয়া নজির
ইউপি ওয়ারিয়র্সের সম্ভাব্য একাদশ: অ্যালিসা হেলি (অধিনায়ক), শ্বেতা শেরাওয়াত, কিরণ নাভগির, তাহিলা ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, সোফি এক্লিস্টোন, গ্রেস হ্যারিস, পার্শভী চোপড়া রাজেশ্বরী গায়কোয়াড়, অঞ্জলি শর্বানি।