advertisement
জন্মদিনের সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসেন হরমনপ্রীত কউর। পরিবার, সতীর্থ থেকে ফ্যানেরা শুভেচ্ছা জানান। মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে কেক কাটার ব্যবস্থা করা হয়। সেখানে সতীর্থদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন তারকে ক্রিকেটার। ভিডিওতে কেকে কাটার পর হরমনপ্রীতকে কেক মাখিয়ে দেন সতীর্থরা। দলের কোচিং স্টাফ প্রাক্তন ভারতীয় তারকা তারকা ঝুলন গোস্বামীকেও দেখা যায় হরমনপ্রীত কউরকে কেক মাখিয়ে দিতে।
শুধু কেক কাটাই নয় দলের সকল সদস্যরা হরমনপ্রীত সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেন। প্রথম দেখা কেমন ছিল তাদের হরমনপ্রীত কউরের সঙ্গে তাও বর্ণনা করেন সকলেই। ঝুলন গোস্বামীও হরমনপ্রীত সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা জানান। এছাড়া সকলকে একসঙ্গে নাচতেও দেখা যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে শেয়ার করা হয়েছে। যেখানে সকলকে বিন্দাস মুডে পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ৩টি টেস্ট, ১২৪টি ওডিআই, ১৫১টি টি-২০ ম্যাচ খেলেছেন হরমনপ্রীত কউর। টেস্টে তার রান ৩৮, একদিনের ক্রিকেট ৩৩২২ ও টি-২০ ক্রিকেটে ৩০৫৮ রান করেছেন হরমনপ্রীত কউর। ওডিআইতে ৫টি ও টি-২০তে একটি শতরানও রয়েছে হরমনপ্রীতের। এছাড়া বল হাতে টেস্টে ৯টি, ওডিআই-তে ৩১টি ও টি-২০-তে ৩২টি উইকেট রয়েছে হরমনপ্রীত কউরের ঝুলিতে।