TRENDING:

প্রথম বাঙালি হিসাবে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি তুলেছিলেন হাতে, ডিএসপি পদে যোগদান করলেন সেই বিশ্বজয়ী রিচা ঘোষ

Last Updated:

রাজ্য পুলিশের ডিএসপি পদে নিয়োগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য পুলিশের উর্দি উঠল রিচার গায়ে। ডিএসপি পদে যোগদান করলেন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শিলিগুড়ির রিচা ঘোষ। একমাত্র বাঙালি যিনি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। তাঁকেই রাজ্য পুলিশের ডিএসপি পদে নিয়োগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য পুলিশের উর্দি উঠল রিচার গায়ে। ডিএসপি পদে যোগদান করলেন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।
News18
News18
advertisement

ইডেন গার্ডেনে এক জমকালো অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষকে সংবর্ধনা জানানো হয়েছিল সিএবি এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এদিন সরকার তাঁকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করে। পাশাপাশি ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট হিসাবে নিযুক্ত করা হয়। পশ্চিমবঙ্গ সরকার একটি সোনার চেইন উপহার দেয় বিশ্বজয়ী তারকাকে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল,বিশ্বকাপ ফাইনালে তার প্রতিটি রানের জন্য রিচাকে ৩৪ লাখ টাকা পুরস্কার তুলে দেয়।বিশ্বকাপে সব চেয়ে বেশি ছক্কা এসেছে রিচার ব্যাট থেকে। মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেমিফাইনাল ও ফাইনালে তাঁর অবদান দলকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের দিঘায় বাড়তি রোমাঞ্চ! সমুদ্রস্নান নয়, মোহনায় ছিপ হাতে মাছ ধরছেন পর্যটকরা!
আরও দেখুন

অন্যদিকে সোমবার বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার রিচা ঘোষকে ঘিরে নকশালবাড়িতে দেখা গেল উৎসবের রঙ। শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে এদিন রাজকীয় সংবর্ধনা পেলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সোনার মেয়ে। সকাল থেকেই ভিড় উপচে পড়ে নকশালবাড়ির বাজার, স্কুল ডাংগি সংলগ্ন এলাকা এবং মনিরাম গ্রাম পঞ্চায়েতে—শুধু রিচাকে এক ঝলক দেখার আশায়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
প্রথম বাঙালি হিসাবে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি তুলেছিলেন হাতে, ডিএসপি পদে যোগদান করলেন সেই বিশ্বজয়ী রিচা ঘোষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল