বিশ্বকাপে ভারতীয় দলের পেস অ্যাটাক স্বপ্নের ফর্মে রয়েছেন। ২২ গজে রীতিমত আগুন ঝরাচ্ছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ। যা সামলাতে রীতিমত হিমসিম খেতে হচ্ছে প্রতিপক্ষের ব্যাটারদের। ভারতীয় পেস ব্যাটারির সামনে যে দলই আসছে খড়কুটোর মত উড়ে যাচ্ছে। ম্যাচের ফর্ম অনুশীলনেও জারি রাখছেন ভারতীয় পেসাররা। আর তাতেই জসপ্রীত বুমরাহের বলে অনুশীলনে চোট পেলেন ঈশান কিশান।
advertisement
নেদারল্যান্ডস ম্যাচের আগে অনুশীলন চলছিল ভারতীয় দলের। নেটে দুরন্ত ছন্দে বোলিং করছিলেন জসপ্রীত বুমরাহ। ব্যাটিং করছিলেন ঈশান কিশান। বুমরাহের বোলিংয়ে সামনে বারবার সমস্যায় পড়ছিলেন তিনি। সেই বুমরাহের একটি বাউন্সার কিষাণের পেটে আঘাত করে। প্রচণ্ড ব্যথায় মাঠেই পড়ে যান ইশান কিষাণ। অনুশীলনও বন্ধ করে দেন।
তড়িঘড়ি দলের চিকিৎসক ঈশান কিশানের সঙ্গে কথা বলেন ও প্রাথমিক চিকিৎসা করেন। কিছু সময় পর ফের অনুশীলনে যোগ দেন ইশান। তবে তাঁর আঘাতের অবস্থা নিয়ে কোনও আপডেট পাওয়া যায়নি। তবে চোট লাগার পর যেহেতু অনুশীলনে ফিরেছেন ঈশান তাতে আশঙ্কার কোনও কারণ নেই বলেই মনে করা হচ্ছে।