ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দক্ষিণ আফ্রিকা দারুণ খেলে ৫ উইকেটে ২৭১ রান করে৷ আর অস্ট্রেলিয়া ৪৫.২ ওভারে মাত্র ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ অধিনায়ক মেগ লৈনিগ ১৩৫ রান করে৷ আর তিনি নট আউট ছিলেন৷ দক্ষিণ আফ্রিকার ওপেনার লৌরা ৯০ রান করেন৷ তিনি অল্পের জন্য শতরান হাতছাড়া করেন৷ এরমধ্যেই মিগ্রন ডু প্রিজের ক্যাচ নেন অ্যাশলে গার্ডনর এক হাতে এক অবিশ্বাস্য ক্যাচ ধরেন৷ তাঁর এই ক্যাচের ভিডিও - সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে৷
advertisement
দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৪৬ তম ওভারে এই ঘটনা ঘটে৷ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জোনসেন বল করছিলেন৷ মিগ্রন ডু প্রিজ নিজের বল ডিপ মিড উইকেটে ওপর দিয়ে শট মারার চেষ্টা করেন৷ বাউন্ডারি প্রায় পেরিয়েই যাচ্ছিল এমন অবস্থায় উড়ন্ত এক হাতে ক্যাচ ধরেন অস্ট্রেলিয়ায় অ্যাশলে গার্ডন৷
দেখুন ভাইরাল ভিডিও (Viral Video)
দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৪৬ তম ওভারে এই ঘটনা ঘটে৷ অবিশ্বাস্য এই ক্যাচের ভিডিও এখন ভাইরাল৷ আর সব ক্রিকেটপ্রেমীই মজেছেন এই ভাইরাল ভিডিও দেখায়৷