TRENDING:

ICC Women’s World Cup 2022: বাউন্ডারির ধারে উড়ে গিয়ে এক হাতে ধরলেন ক্যাচ, ভাইরাল ভিডিও

Last Updated:

আইসিসি মহিলা বিশ্বকাপে (ICC Women’s World Cup 2022) অস্ট্রেলিয়া নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে৷ দেখুন ভাইরাল ভিডিও (Viral Video)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়েলিংটন: আইসিসি মহিলা বিশ্বকাপে  (ICC Women’s World Cup 2022) অস্ট্রেলিয়া নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে৷ মেগ ল্যানিংয়ের  (Meg Lanning) অধিনায়কত্বে দল ওয়েলিংটনে খেলা বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেটে জেতে৷ অস্ট্রেলিয়ার এবারের মহিলা বিশ্বকাপে এটা ছ নম্বর জয়৷ লিগ ম্যাচে একটাও হারেনি আর সেমিফাইনালের টিকিট কেটেছে তারা৷ এই খেলায় অ্যাসাই গার্ডেনর (Ashleigh Gardner) এক হাতে এমন ক্যাচ ধরেন যাকে গোটা ক্রিকেট দুনিয়া সেলাম করছে৷ আর সেই ক্যাচের ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷
women's world cup 2022- watch viral video
women's world cup 2022- watch viral video
advertisement

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দক্ষিণ আফ্রিকা দারুণ খেলে ৫ উইকেটে ২৭১ রান করে৷ আর অস্ট্রেলিয়া ৪৫.২ ওভারে মাত্র ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ অধিনায়ক মেগ লৈনিগ ১৩৫ রান করে৷ আর তিনি নট আউট ছিলেন৷ দক্ষিণ আফ্রিকার ওপেনার লৌরা ৯০ রান করেন৷  তিনি অল্পের জন্য শতরান হাতছাড়া করেন৷ এরমধ্যেই মিগ্রন ডু প্রিজের ক্যাচ নেন অ্যাশলে গার্ডনর এক হাতে এক অবিশ্বাস্য ক্যাচ ধরেন৷ তাঁর এই ক্যাচের ভিডিও - সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video)  হয়েছে৷

advertisement

দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৪৬ তম ওভারে এই ঘটনা ঘটে৷ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জোনসেন বল করছিলেন৷ মিগ্রন ডু প্রিজ নিজের বল ডিপ মিড উইকেটে ওপর দিয়ে শট মারার চেষ্টা করেন৷ বাউন্ডারি প্রায় পেরিয়েই যাচ্ছিল এমন অবস্থায় উড়ন্ত এক হাতে ক্যাচ ধরেন অস্ট্রেলিয়ায় অ্যাশলে গার্ডন৷

দেখুন ভাইরাল ভিডিও (Viral Video)

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৪৬ তম ওভারে এই ঘটনা ঘটে৷ অবিশ্বাস্য এই ক্যাচের ভিডিও এখন ভাইরাল৷ আর সব ক্রিকেটপ্রেমীই মজেছেন এই ভাইরাল ভিডিও দেখায়৷

বাংলা খবর/ খবর/খেলা/
ICC Women’s World Cup 2022: বাউন্ডারির ধারে উড়ে গিয়ে এক হাতে ধরলেন ক্যাচ, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল