চ্যাম্পিয়নশিপ ট্রফি ও ভারতের মাঝে আর একটা ম্যাচ। তুখোড় ফর্মে রয়েছেন শেফালি ভার্মা, রিচা ঘোষরা। বীরেন্দ্র সেহওয়াগের মতো ক্রিকেটারও উচ্ছ্বসিত শেফালির পিঞ্চ হিটিং দেখে। এমসিজিতে নারী দিবসে আবারও ঝলসে ওঠার দিন শেফালির। তবে ছন্দে নেই ওপেনার স্মৃতি মন্ধানা। আর সেটাই মাথাব্যথার কারণ টিম ইন্ডিয়ার। ফাইনালের মেগা ম্যাচের আগের দিন বাঁ হাতি ওপেনারকে নিয়ে আলাদা করে পড়েছিলেন কোচ রমন। বৃষ্টির জন্য পর্যাপ্ত প্র্যাকটিস মেলেনি। তবে সেটা নিয়ে ভাবছেন না মহিলা দলের নাম্বার সেভেন।ঘরের মাঠে তাল ঠুকছে অজি মহিলারাও। টুর্নামেন্টে একমাত্র হারটা ভারতের বিরুদ্ধেই। এছাড়া অজিদের বিশ্বকাপের বাকিটা কেটেছে নির্বিঘ্নেই। রেকর্ড ভাঙা এমসিজিতে জিতে ট্রফি ঘরেই রাখতে চান অজি অধিনায়ক মেগ ল্যানিং। অজিদের স্বপ্নবিলাসে কাঁটা ছড়িয়ে দিতে পারেন ভারতের স্পিনিং ব্রিগেড।মেগা ফাইনালের জন্য তৈরি মেলবোর্নও। ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ষাট হাজারেরও বেশি টিকিট। ম্যাচের আগের দিন দুই দলের সঙ্গে দেখা করেন হলিউড অভিনেতা কেটি পেরি। ফাইনালের আগে গ্যালারি মাতানোর জন্য থাকছে তাঁর পেরির ঝলমলে পারফর্ম্যান্স। প্রথমবার ফাইনালে উঠে ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন ধোনি। এবার হরমনপ্রীতকে নিয়েও স্বপ্ন দেখছে ভারতীয় ক্রিকেট। দুজনেই যে জার্সি নম্বরই সাত।
advertisement
PARADIP GHOSH