বাংলাদেশের সিলেটের ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মালেশিয়া। টস হেরে ব্য়াট করতে নেমে ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন দুই ভারতীয় ওপেনার সাবভিনেনি মেঘনা ও শেফালি ভার্মা। ওপেনিং জুটিতে শতরানের পার্টনারশিপ করেন দুজনেই। বেশ কিছু অনবদ্য় শট খেলেন মেঘনা ও শেফালি। নিজের অর্ধশতরান পূরণ করেন সাবভিনেনি মেঘনা।
১১৬ রানে প্রথম উইকেট পড়ে ভারতীয় মহিলা দলের। ৬৯ রান করে আউট হন মেঘনা। এরপর শেফালি ভার্মার সঙ্গে ইনিংসের রাশ ধরেন রিচা ঘোষ। দুজন মিলে জুটিতে যোগ করেন আরও ৪২ রান। ১৫৮ রানে দ্বিতীয় উইকেট পড়ে ভারতের। ৪৬ রান করে আউট হন শেফালি ভার্মা। এরপর কিরণ নাভগিরে ও রাধা যাদব বড় রান রান পাননি। শেষ ঝোড়ো ৩৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রিচা ঘোষ ও ১০ রানে অপরাজিত থাকেন দযালান হেমলতা। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে ভারত।
advertisement
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই খাতা না খুলে প্রথম উইকেট হারায় মালেশিয়া। চতুর্থ ওভারে ৬ রানে দ্বিতীয় উইকেট পায় ভারত এরপর মালেশিয়ার স্কোর যখন ৫.২ ওভারে ২ উইকেটে ১৬, তখন সিলেটে বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা যায়নি। ডাকওয়ার্থ-লুইস নিয়মে মালেশিয়ার ম্যাচ জিততে ৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে যাওয়ার পরে দরকার ছিল ৪৭ রান। ফলে ১৬ রানে ম্য়াচ জেতে মহিলা টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে ২ ম্য়াচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকল ভারত।