TRENDING:

বাঁশি মুখে ধমক দেবেন রোনাল্ডো, মেসিদের! বিশ্বকাপের নারী রেফারিরা কিন্তু প্রচন্ড কড়া

Last Updated:

Women referees in Qatar World Cup ready to officiate matches on their merit says Pierluigi Collina. কাতার বিশ্বকাপে নারীর রেফারিদের দাপট দেখতে তৈরি বিশ্ব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: সমাজে পুরুষ আর নারীর যৌথ অবদান ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব। কথাটা মুখে বলা যত সহজ কাজের ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায় না অনেক সময়। কিন্তু এবার কাতার বিশ্বকাপ ভেঙে দিতে চলেছে সেই ফারাক। মাঠের এবং মাঠের বাইরে ও গড়তে চলেছে ইতিহাস। কাতার বিশ্বকাপের জন্য নির্বাচিত প্রধান তিন নারী রেফারি হলেন, রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা, জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা, ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট।
বিশ্বকাপে অন্যতম আকর্ষণ এই নারী রেফারিরা
বিশ্বকাপে অন্যতম আকর্ষণ এই নারী রেফারিরা
advertisement

এছাড়া সহকারী রেফারি হিসেবে আছেন যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট, মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা এবং ব্রাজিলের নিওজা ব্যাক। টাকার অঙ্কের দিক দিয়ে এবারের আসর সবাইকে ছাড়িয়ে গেছে অনেক আগেই; সেই সাথে এবারের রেফারি প্যানেলেও থাকবে ফুটবল বিশ্বের আলাদা নজর। কারণ, ইতিহাসে প্রথম কোনো বৈশ্বিক আসরে পুরুষ ফুটবলের রেফারি হতে দেখা যাবে নারীদের।

advertisement

দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রবন্ধে সাংবাদিক ক্রিস্টি ডাউয়েল এই উদ্যোগকে নারী রেফারিংয়ের জন্য এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। উইমেন এমপাওয়ারমেন্ট শব্দটার যথাযথ প্রমাণ পাওয়া যাবে এবারের বিশ্বকাপে। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেরা ছয় নারী রেফারিকে ডাকা হয়েছে কাতার বিশ্বকাপে।

ফিফা বিশ্বকাপের সহযোগী রেফারি ক্যাথরিন নেসবিট বলেন, আমরা এখানে একই দায়িত্বে সবাই ডাক পেয়েছি। এই অবস্থানের জন্য আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি। আমরা এখানে সবাই একটি দল। নারী রেফারিদের সহকর্মী হিসাবে পেয়ে উৎসাহিত আসরের বাকি রেফারিরাও। আয়োজকদের এমন সিদ্ধান্তকে তাই সাধুবাদ জানাচ্ছেন তারাও।

advertisement

রেফারি ক্রিস বেথ বলেন, বিশ্বকাপ আয়োজকরা যথেষ্ট পেশাদার। আসরের জন্য যা ভালো সেই সিদ্ধান্তটাই তারা নিয়েছে। আমার মনে হয় এখানে নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই।ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা বলেছেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের জন্য মান গুরুত্বপূর্ণ, লিঙ্গ নয়।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই ৬ জন নারী রেফারিকে অবশ্যই পুরুষ রেফারির মতো একই ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। পুরুষ সহকর্মীদের মতো তাদের পারফরম্যান্সও বিবেচনায় নেওয়া হয়েছে। ২৯ দিন ধরে চলা বিশ্বকাপের ৬৪টি ম্যাচ পরিচালনায় অংশ নেবেন এই ৬ নারী রেফারি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বাঁশি মুখে ধমক দেবেন রোনাল্ডো, মেসিদের! বিশ্বকাপের নারী রেফারিরা কিন্তু প্রচন্ড কড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল