তবে প্রথম ম্যাচ হেরে গেলেও এবারের গেমস থেকে স্বর্ণপদক জয়ের আশা ছাড়তে রাজি নন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত। নিজে প্রথম মহিলা ব্যাটসম্যান হিসেবে কমনওয়েলথ গেমসে অর্ধশত রান করেছেন। রান পেয়েছিলেন শেফালি। কিন্তু ভারতের মহিলা স্পিনাররা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
advertisement
গুরুত্বপূর্ণ সময় ভারতের প্ল্যান বি নেই দেখে বোঝা গিয়েছে। কিভাবে ম্যাচ বের করতে হয় তার অভিজ্ঞতার অভাব আছে। রবিবার সামনে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। শক্তিতে অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা হয় না যাদের। এমনিও ভারতের মেয়েদের বিরুদ্ধে পাকিস্তানের মহিলা দলের রেকর্ড ভাল নয়। কিন্তু তাও নামটা যখন পাকিস্তান, তখন ভারত হালকা করে নেবে না।
হরমন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পরে দলের প্রত্যেকটি সদস্য শপথ গ্রহণ করেছেন দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর। আর সেটা রবিবার পাকিস্তানের বিরুদ্ধে শুরু করতে মরিয়া ভারত। হেরে গেলেও মেয়েদের লড়াই নিয়ে গর্বিত হরমন।
পরে আবার অস্ট্রেলিয়ার সঙ্গে দেখা হলে তারা যোগ্য জবাব দেবে আশাবাদী ভারত অধিনায়ক। দলের অন্যতম ধারাবাহিক অলরাউন্ডার পূজা বস্ত্রকার ছিলেন না প্রথম ম্যাচে। তিনি ফিরে আসবেন। কাজেই ভারতের শক্তি বেড়ে যাবে অনেকটা।