কিন্তু কেন এখনও টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করল না পিসিবি? এর পিছনে কী কারণ রয়েছে? এই সব প্রশ্ন ও জল্পনার মধ্যেই পিসিবির সূত্র মারফত জানা গিয়েছে পাকিস্তানের দল ঘোষণা না করার আসল কারণ। জানা গিয়েছে, পাকিস্তান দলের একাধিক তারকা ক্রিকেটারের চোট সমস্যা রয়েছে ও পারফরম্যান্স গ্রাফ একাধিক ক্রিকেটারের আশানুরুপ নয়।
advertisement
এছাড়া পিসিবি সূত্রে খবর, টি-২০ বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। এই দুটি সিরিজের উপর নজর রাখবেন পাক নির্বাচকরা। তালিকায় রয়েছে মহম্মদ রিজওয়ান, আজম খান, ইরফান খান নিয়াজি, হ্যারিস রউফের মত তারকারা। তারকা ক্রিকেটারদের চোট সারিয়ে ওঠা থেকে ফর্মে ফেরা সবকিছু দেখে নিয়েই দল গঠন করতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এই দুই সিরিজের পরই ২৩ অথবা ২৪ মে পাকিস্তানের টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করা হবে বলে মনে হচ্ছে। এই বিষয়ে আইসিসিকেও পিসিবির তরফ থেকে জানানো হয়েছে বলে খবর। এমনিতও ২৫ মে-র মধ্যে ঘোষিত দলে যে কোনও পরিবর্তন করতে পারবে সবকটি দেশ। ফলে ২৫ মে-র আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের স্কোয়াড ঘোষণা করবে।