TRENDING:

কেকেআরের ম্যাচ, জুহি চাওলা আর আসেন না মাঠে! শোনা যাচ্ছে 'বড়' একটা কারণ

Last Updated:

Juhi Chawla absent in Kkr matches: জুহি চাওলা এবং শাহরুখ খানের অন-স্ক্রিন জুটি সুপারহিট। এক সময় অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজনে। এখনও দুজন একসঙ্গে কাজ করছেন। তবে সেটা চলচ্চিত্রের বদলে ক্রিকেটে। জুহি ও শাহরুখ আইপিএল দল কেকেআর-এর মালিক। তাঁদের দুজনকে প্রায়ই মাঠে নিজেদের দলের জন্য চিয়ার করতে দেখা যেত। তবে সেসব অতীত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কেকেআরের ম্যাচ চলছে। শাহরুখ খান কেকেআরের তিনটি ম্যাচের মধ্যে ২টোতে মাঠে হাজির ছিলেন। কিন্তু কেকেআরের আরেক কর্ণধার জুহি চাওলাকে দেখা যাচ্ছে না। তিনি এখনও পর্যন্ত একদিনও মাঠে যাননি খেলা দেখতে।
advertisement

জুহির স্বামী জয় মেহতাও কেকেআরের অন্যতম কর্ণধার। তাঁকে অবশ্য বরাবর খুব কমই মাঠে দেখা যেত। তবে এবার জুহি ও তাঁর স্বামীকে একবারও মাঠে দেখা যায়নি এখনও।

আরও পড়ুন- শাহরুখের পাশে বসা সুন্দরী কে? কেকেআর ম্যাচে ‘রহস্য’! কিং খানের কাছের মানুষ

জুহি চাওলা এবং শাহরুখ খানের অন-স্ক্রিন জুটি সুপারহিট। এক সময় অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজনে। এখনও দুজন একসঙ্গে কাজ করছেন। তবে সেটা চলচ্চিত্রের বদলে ক্রিকেটে। জুহি ও শাহরুখ আইপিএল দল কেকেআর-এর মালিক। তাঁদের দুজনকে প্রায়ই মাঠে নিজেদের দলের জন্য চিয়ার করতে দেখা যেত। তবে সেসব অতীত।

advertisement

শাহরুখের সঙ্গে ম্যাচ দেখার বিষয়ে জুহি সম্প্রতি যে প্রতিক্রিয়া দিয়েছেন তা বেশ মজার। জুহি চাওলা বলেছেন, শাহরুখের সঙ্গে ম্যাচ দেখা যায় না। ওর খুব মাথা গরম। দল হারলে ও নিজেকে সামলাতে পারে না। কেকেআরের ম্যাচ হলে এমনিতেই আমরা সবসময় টেনশনে থাকি। আর দল খারাপ পারফর্ম করলে ও আমার উপর চিৎকার করতে শুরু করে দেয়।

advertisement

চলছে আইপিএলের ১৭তম আসর। একাধিক উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখা যাচ্ছে। বুধবার, ৩ এপ্রিলকেকেআর এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচেও একাধিক রেকর্ড ভেঙে গিয়েছে। জুহি এবং শাহরুখের দল কেকেআর দিল্লিকে ১০৬ রানে হারিয়েছে। তবে এই ম্যাচেও জুহিকে মাঠে দেখা যায়নি। শাহরুখ অবশ্য এই ম্যাচ দেখতে হাজির ছিলেন বিশাখাপত্তনমে।

আরও পড়ুন- KKR News: দিল্লিকে হারিয়ে ৫ বড় রেকর্ড গড়ল কেকেআর, জেনে নিন বিস্তারিত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

জুহি চাওলা এবং শাহরুখ খান একটা সময় একসঙ্গে অনেক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। দুজনে ডর, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি, ইয়েস বস, রাম জানে, ওয়ান টু কা ফোর, রাজু বান গয়া জেন্টলম্যান এবং ভূতনাথের মতো অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

বাংলা খবর/ খবর/খেলা/
কেকেআরের ম্যাচ, জুহি চাওলা আর আসেন না মাঠে! শোনা যাচ্ছে 'বড়' একটা কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল