এশিয়া কাপে মহম্মদ শামিকে প্রথম একাদশে না দেখে অনেকেই হয়তো অবাক হয়েছিলেন। তবে আরেক মহম্মদ, অর্থাৎ সিরাজ কিন্তু নিজেকে উজাড় করে দিয়েছিলেন। এশিয়া কাপ ফাইনালে তিনি একাই শেষ করে দেন শ্রীলঙ্কাকে।
মহম্মদ সিরাজের সেই আগুনে পারফরম্যান্স-এর পর মহম্মদ শামির জায়গা নিয়ে প্রশ্ন উঠছিল। তবে শামিও কম যান কীসে! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে নিজের অস্তিত্বের জানান দিয়ে রাখলেন।
advertisement
আরও পড়ুন- টেস্ট-ওডিআই-টি২০, সব ফর্ম্যটেই ‘রাজা’ ভারত, এর আগে এই রেকর্ড ছিল একটি মাত্র দলের
ভারতীয় দলে এখন আর নিয়মিত জায়গা পাচ্ছেন না শামি। বরং মহম্মদ সিরাজই যেন টিম ম্যানেজমেন্ট-এর প্রথম পছন্দ। ৫০ ওভারের ক্রিকেটে শামির এভাবে অনিয়মিত হয়ে যাওয়ার কারণ কী!
মোহালিতে পাঁচ উইকেট নেওয়ার পর শামি কিন্তু সিরাজের প্রসঙ্গ ওঠায় একটু চটেই গেলেন। বললেন, আমি যখন প্রথম একাদশে খেলতাম, তখনও কাউকে বেঞ্চে বসতে হত। তখন আমার তো খারাপ লাগত না। এখন আমি বাইরে বলে কারও খারাপ লাগবে কেন!
তিনি আরও বলেন, দল যেটা মনে করছে সেটাই হচ্ছে। আমি গত কয়েক মাসে লাগাতার খেলেছি। আমারও বিশ্রামের দরকার ছিল। আমাকে আর সিরাজকে রোটেশন পদ্ধতিতে খেলিয়ে ভাল ফল আসছে। আর সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্ট সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে দেখে নিতে চায়। এতে কোনও ভুল নেই।
আরও পড়ুন- পাকিস্তানের ‘সিংহাসন’ কেড়ে নিল ভারত, বিশ্বকাপের আগে ‘বিশ্বসেরা’ টিম ইন্ডিয়া
শামির চাচাছোলা জবাব বুঝিয়ে দিচ্ছে, প্রথম একাদশে জায়গা নিয়ে তাঁর সঙ্গে সিরাজের ঠাণ্ডা লড়াই চলছে। একটা সময় তাঁকে ছাড়া ভারতীয় পেস অ্যাটাক ভাবাই যেত না। এখন সেই শামি কি না অনিয়মিত! সময় তো বদলায়!