TRENDING:

কাটসুমিকে নিয়ে দুই ক্লাবের টানাটানি

Last Updated:

কাটসুমিকে নিয়ে দলবদলে শুরু হয়ে গেল টানাটানি। মোহনবাগানের এই জাপানি মিডিওকে এবার নর্থ ইস্ট ইউনাইটেড অফার দিতেই সমস্যার শুরু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কাটসুমিকে নিয়ে দলবদলে শুরু হয়ে গেল টানাটানি। মোহনবাগানের এই জাপানি মিডিওকে এবার নর্থ ইস্ট ইউনাইটেড অফার দিতেই সমস্যার শুরু।
advertisement

আইএসএলে খেললে কাটসুমির খেলা হবে না কলকাতা লিগ। কিন্তু ঘরোয়া লিগে এই বিদেশিকে হাতছাড়া করতে চান না মোহন কর্তারা।

তিনিই বাগানের সবচেয়ে ফিট ফুটবলার। টানা ৯০মিনিট দৌড়েও থাকে না কোনও ক্লান্তির ছাপ। সেই কাটসুমি নিয়েই এবার দোটানায় মোহনবাগান। ২০১৬-১৭ সালেও বাগানের সঙ্গে চুক্তিবদ্ধ একমাত্র ফুটবলার এই জাপানি মিডিও। এবার নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে অফার পেতেই চিন্তা বেড়েছে মোহনবাগানের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কলকাতা লিগে গতবারের মত এবারও কাটসুমিকে খেলাতে চেয়েছিলেন কর্তারা। কিন্তু আইএসএলে যোগ দিলে সে সুযোগ থাকছে না । কারণ কলকাতা লিগের সময়ই চলবে আইএসএল। এই অবস্থায় চাপে পড়েছেন বাগান কর্তারাই। কাটসুমি নিজেও চাইছেন, আইএসএলের এই সুযোগ যাতে হাতছাড়া না হয়। এই অবস্থাতেই দ্রুত সমাধান করে বাড়ি ফিরতে চান এখন কাটসুমি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কাটসুমিকে নিয়ে দুই ক্লাবের টানাটানি