আইএসএলে খেললে কাটসুমির খেলা হবে না কলকাতা লিগ। কিন্তু ঘরোয়া লিগে এই বিদেশিকে হাতছাড়া করতে চান না মোহন কর্তারা।
তিনিই বাগানের সবচেয়ে ফিট ফুটবলার। টানা ৯০মিনিট দৌড়েও থাকে না কোনও ক্লান্তির ছাপ। সেই কাটসুমি নিয়েই এবার দোটানায় মোহনবাগান। ২০১৬-১৭ সালেও বাগানের সঙ্গে চুক্তিবদ্ধ একমাত্র ফুটবলার এই জাপানি মিডিও। এবার নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে অফার পেতেই চিন্তা বেড়েছে মোহনবাগানের।
advertisement
কলকাতা লিগে গতবারের মত এবারও কাটসুমিকে খেলাতে চেয়েছিলেন কর্তারা। কিন্তু আইএসএলে যোগ দিলে সে সুযোগ থাকছে না । কারণ কলকাতা লিগের সময়ই চলবে আইএসএল। এই অবস্থায় চাপে পড়েছেন বাগান কর্তারাই। কাটসুমি নিজেও চাইছেন, আইএসএলের এই সুযোগ যাতে হাতছাড়া না হয়। এই অবস্থাতেই দ্রুত সমাধান করে বাড়ি ফিরতে চান এখন কাটসুমি।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2016 7:21 PM IST