ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অ্যাডিলেড ওভালে খেলা হবে। প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে ৭ উইকেটে হারিয়ে দেয়। এই পরিস্থিতিতে সিরিজে টিকে থাকতে হলে ভারতকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিততেই হবে। জানিয়ে রাখা ভাল, সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি সিডনিতে অনুষ্ঠিত হবে।
ভারতের কোথায় ও কীভাবে দেখা যাবে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচের সরাসরি সম্প্রচার: ভারত বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় ওয়ানডে কবে হবে? ম্যাচটি হবে ২৩ অক্টোবর (২০২৫)।
advertisement
ভারত বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় ওয়ানডে কোথায় হবে? অ্যাডিলেড ওভাল, অস্ট্রেলিয়া। ম্যাচ কখন শুরু হবে? ভারতীয় সময় অনুযায়ী সকাল ৯টা। টস হবে সকাল ৮:৩০-এ
কোন চ্যানেলে দেখা যাবে লাইভ সম্প্রচার? Star Sports Network. অনলাইনে কোথায় দেখা যাবে লাইভ স্ট্রিমিং? JioStar অ্যাপে। ফ্রি-তে কোথায় দেখা যাবে ম্যাচ? DD Sports-এ ভারতের দর্শকরা বিনামূল্যে দেখতে পারবেন।
আরও পড়ুন- সম্পর্কে জা, এক বাড়িতে থাকেন না! বিরাটের বউদির সঙ্গে অনুষ্কার সম্পর্ক কেমন?
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, জোশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), মিচেল ওয়েন, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, জোশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জেভিয়ার বার্টলেট