TRENDING:

EXCLUSIVE: 'গৌতম গম্ভীর ভণ্ড', বিস্ফোরক দাবি মনোজ তিওয়ারির! বোমা ফাটালেন বাংলার ক্রিকেটার

Last Updated:

Manoj Tiwari on Gautam Gambhir- নিউজ18 বাংলাকে মনোজ তিওয়ারি বলেছেন, 'গৌতম গম্ভীর আসলে একজন ভণ্ড। ও যা বলে, তা করে না।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে চরম ব্যর্থ। তার আগেও একের পর এক ব্যর্থতা। ভারতীয় দলের প্রধান কোচের সমালোচনায় বিভিন্ন মহল। এরই মাঝে এবার বোমা ফাটিয়ে দিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। সাম্প্রতিক সময়ে গম্ভীরের এমন কড়া সমালোচনা হয়তো কেউ করেনি!
News18
News18
advertisement

উল্লেখ্য, ১০ বছর পর অস্ট্রেলিয়ার কাছে ভারত বর্ডার-গাভাসকর ট্রফি হারল। সেই হারের ক্ষত নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে এবার টিম ইন্ডিয়া। কোচ গম্ভীর এখন প্রচণ্ড চাপে। অনেকে তো তাঁকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার দাবিও তুলে দিয়েছেন। এমন কঠিন পরিস্থিতিতে বোর্ড সূত্রে অবশ্য জানা যাচ্ছে, এখনই তাঁর চাকরি যাচ্ছে না। তবে এসবের মাঝে এবার গম্বীরকে তুলোধনা করলেন মনোজ। তিনি বলেছেন, ‘গৌতম গম্ভীর ভণ্ড। যা বলে তা করে না।’

advertisement

আরও পড়ুন- ভারতে কে প্রথম মোবাইলে কথা বলেছিলেন, জানেন কী? নামটা শুনলে অবাক হবেন!

নিউজ18 বাংলাকে মনোজ তিওয়ারি বলেছেন, ‘গৌতম গম্ভীর আসলে একজন ভণ্ড। ও যা বলে, তা করে না। ভারতীয় দলের অধিনায়ক কোথাকার? মুম্বই। অভিষেক নায়ার কোথাকার? মুম্বই। এটাই তো মুম্বইয়ের একজন ক্রিকেটারকে তুলে ধরার বড় সুযোগ। অথচ, জলজ সাক্সেনার হয়ে কথা বলার কেউ নেই। ও ভাল পারফর্ম করলেও সবাই চুপ করে আছে। কেউ মুখ খুলছে না।’

advertisement

মনোজ আরও বলেন, ‘গম্ভীর শুধুই নিজের লবি-র লোককে সুযোগ দেয়। মর্নি মরকেল লখনউ সুপার জায়ান্টস থেকে এসেছেন। অভিষেক নায়ার গম্ভীরের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সে ছিলেন। ভারতীয় দলের প্রধান কোচের সঙ্গে ওদের সবার স্বার্থের ব্যাপার আছে। কোচের কথায় ওদের তাল মেলাতেই হবে। ওদের নিয়েছে তো সেই জন্য়ই।’ উল্লেখ্য, যে রবিচন্দ্রন অশ্বিন গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন একটা সময়, তিনিই গম্ভীরের কোচিংয়ে অস্ট্রেলিয়া সফরে আচমকা অবসর নিলেন। অনেকে বলছেন, অশ্বিন অবসর নিতে বাধ্য হয়েছিলেন।

advertisement

মনোজ আরও বলেছেন, ২০১২-য় কলকাতা নাইট রাইডার্সকে গম্ভীর একা শিরোপা পাইয়ে দেননি। দলটা ব্যালান্সড ছিল। দলের সম্মিলিত প্রচেষ্টায় কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। গম্ভীরের অধিনায়কত্ব কেকেআরকে শিরোপা এনে দেয়নি। আমরা সবাই একসঙ্গে পারফর্ম করেছিলাম। জ্যাক ক্যালিস, মনবিন্দর বিসলা ও আমি পারফর্ম করেছিলাম। সুনীল নারিন অসাধারণ বোলিং করেছিল। কিন্তু কৃতিত্ব কে নিল? গম্ভীর। ও সব সময় সমস্ত কৃতিত্ব নিজেই নেয়।’

advertisement

আরও পড়ুন- বড় খবর! বাড়ছে টিভি দেখার খরচ! ১ ফেব্রুয়ারি থেকে চ‍্যানেলের নতুন দাম

সেরা ভিডিও

আরও দেখুন
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় হ্যাঙ্গুং খেলার সূচনা ভারতে! আগামী অলিম্পিকের জন্য খেলোয়াড় বাছাই
আরও দেখুন

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের আগে ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। তার আগে শ্রীলঙ্কার কাছে একটি ওয়ানডে সিরিজেও হেরেছে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
EXCLUSIVE: 'গৌতম গম্ভীর ভণ্ড', বিস্ফোরক দাবি মনোজ তিওয়ারির! বোমা ফাটালেন বাংলার ক্রিকেটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল