ফাইনালে কোন দল জিতবে সেটাই এখন দেখার বিষয়। ফাইনালে যে দল জিতবে তারা ট্রফি-সহ কোটি টাকা পাবে। চলুন জেনে নেওয়া যাক এ বছর বিজয়ী দলকে কত প্রাইজমানি দেওয়া হবে! অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপ জয়ী খেলোয়াড় কত টাকা পাবে তাও আমরা জানব।
আইপিএল ২০২৪-এর বিজয়ী দল শুধু একটি ট্রফিই পাবে না, প্রাইজমানি হিসেবে বিপুল পরিমাণ অর্থও পাবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আইপিএল ২০২৪-এর চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসাবে ২০ কোটি টাকা পাবে। ফাইনালে হেরে যাওয়া দলও পাবে ১৩ কোটি টাকা। একই সঙ্গে তৃতীয় ও চতুর্থ হওয়া দলও পাবে কোটি টাকা।
advertisement
আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় ওপেনারের অবসর! মন্তব্য ঘিরে জোর জল্পনা
তৃতীয় স্থান অধিকারী দল পাবে ৭ কোটি টাকা, আর চতুর্থ স্থানে থাকা দল পাবে ৬.৫ কোটি টাকা। সেই হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাবে ৬.৫ কোটি টাকা। কারণ তাদের দল পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। তাই রাজস্থান রয়্যালস পাবে ৭ কোটি টাকা।
আইপিএলে বিজয়ী ও রানার্স দলকে প্রাইজমানি ছাড়াও আরও অনেক পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে রয়েছে অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপ-এর মতো পুরস্কার।
আইপিএলের পুরো মরসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটারকে অরেঞ্জ ক্যাপ পুরস্কার দেওয়া হয়। অরেঞ্জ ক্যাপ বিজয়ীকে দেওয়া হবে ১৫ লাখ টাকা।
আরও পড়ুন- IPL Final: আইপিএল ফাইনাল লাইন আপ তৈরি, জমাটি লড়াইয়ের আশায় KKR vs SRH
অরেঞ্জ ক্যাপ জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন বিরাট কোহলি। একইসঙ্গে আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে যান পার্পল ক্যাপ। এবার পুরস্কার হিসেবে দেওয়া হবে ১৫ লাখ টাকা। উদীয়মান খেলোয়াড় ২০ লাখ টাকা পুরস্কার পাবেন। পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন হর্ষল প্যাটেল।