সেই মডেলের জুতোই চড়া দামে বিক্রি হয় বাজারে। লিওনেল মেসি, নেইমার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এদের জন্যও ব্র্যান্ডগুলো স্পন্সর করে উচ্চ মানের জুতো। যাতে প্লেয়াররা তাদের পারফরম্যান্স চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে সেভাবেই তৈরি হয় সেগুলো। মেসি এবং রোনাল্ডো উভয়েরই শেষ বিশ্বকাপ এটা, তাই কল্পনা এদের জন্য তৈরি করা জুতোর বিক্রি কত পর্যায়ে পৌঁছাবে।
advertisement
আরও পড়ুন - মিশন হেক্সা! কাতারের মাটিতে পা রাখল নেইমারের ব্রাজিল! উত্তেজনা তুঙ্গে সমর্থকদের
লিও মেসির জন্য বরাবরই জুতো স্পন্সর করে অ্যাডিডাস। এই বছর কিংবদন্তির শেষ বিশ্বকাপে তারা তৈরি করেছে সোনালী ফুটবল জুতো। অ্যাডিডাসের তরফ থেকে জানানো হয়েছে ২০০৬ বিশ্বকাপে মেসির জুতোর অনুপ্রেরণায় বানানো হয়েছে এই জুতোটি। বিশ্বকাপে মেসির পারফরম্যান্স যেরম হবে সেই রঙেরই জুতো বানিয়েছে, জানিয়েছে প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস।
এই জুতোর নাম দেওয়া হয়েছে স্পিডপোর্টাল, যাতে নিল সাদা দাগও রাখা হয়েছে মেসির দেশ আর্জেন্টিনার জন্য। ২২ নম্ভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য প্রথমবার এই জুতো পড়ে নামবেন তিনি। নাইকি ক্রীড়া পণ্য কোম্পানি তাদের বিখ্যাত মারকিউরাল সিরিজের নতুন মডেল বার করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য।
পর্তুগিজ কিংবদন্তি তার শেষ বিশ্বকাপে পড়বেন নাইকি মারকিউরাল যুম সুপারফ্লাই। এই জুতোর নকশা অনুপ্রাণিত হয়েছে বিখ্যাত নকশা আজুলেহোস থেকে। তিনটি রঙে বেরিয়েছে এই মডেল, ধাতব তামা, সাদা এবং নিল সাদা রংয়ের। রোনাল্ডো সম্ভবত তামাটে রঙয়ের মডেলটি পড়বেন, সেই রঙ অনুপ্রাণিত হয়েছে বিশ্বকাপ ট্রফির রঙ থেকে।
অন্যতম বড় ক্রীড়া বিপণন সংস্থা পিউমা ব্রাজিল সুপারস্টার নেইমারের জন্য এনেছে ড্রিম চেজার বুট, যার অর্থ হলো স্বপ্ন সন্ধানী। বিশ্বকাপে তার স্বপ্ন সত্যি করার উদ্দ্যেশ্যে এই জুতো তৈরি করেছে পিউমা। সোনালী এবং গেরুয়া রঙ ঠিক করা হয়েছে এই জুতোর জন্য। নেইমারের বিশ্বকাপ জয়ের স্বপ্ন থেকেই অনুপ্রাণিত হয়েছে এই জুতো।