আসলে অস্ট্রেলিয়ার ইনিংসে র সময় উফকেটকিপার অ্যালেক্স কৈরি (Alex Cary) ব্যাটিং করছিলেন৷ তখন তিনি স্কোয়ার লেগের দিকে একটি শট খেলেন৷ এতে আম্পায়র কুমার ধর্মসেনা সেদিকেই আম্পায়র হিসেবে দাঁড়িয়েছিলেন৷ ৯০ -র শকে শ্রীলঙ্কা দলের অংশ ধর্মসেনা বল ধরে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেন৷ কিন্তু খুব তাড়াতাড়িই বুঝে যান তিনি আর ক্রিকেটার নেই তিনি ম্যাচের আম্পায়র৷ তিনি নিজের হাত পিছন দিকে করে নেন৷ বল ঠিক তাঁর সামনে এসে পড়ে যায়৷ ধর্মসেনার এই কাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল ভিডিও হয়ে যায়৷
advertisement
আরও পড়ুন - Viral News: বস্তা ভরা ১০ টাকার কয়েন, ছ‘ লক্ষ টাকার গাড়ি করে ফেললেন পছন্দ, তারপর...
দেখে নিন ভাইরাল ভিডিও
অস্ট্রেলিয়ার পক্ষ থেকে হেড এবং ফিঞ্চের হাফ সেঞ্চুরি
ম্যাচ খেলার কথা হলে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৬২ রানের ইনিংস খেলেন৷ যেখানে ট্রেভিস হেড ৬৫ বলে ৭০ রান করেন৷ উইকেটকিপার অ্যালেক্স কৈরি ৫২ বলে ৪৯ রান করেন৷ অন্যদিকে গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে ধামাকা ৩৩ রান করেন৷ মার্নস লাবুসেন ২৯ রান করেন৷ শ্রীলঙ্কার পক্ষ থেকে জেফ্রি বান্ডরসে সর্বাধিক ৩ উইকেট নেন৷
শ্রীলঙ্কা ওপেনার পথুমা নিশঙ্কা ১৩৩ রানের ইনিংস খেলেন
শ্রীলঙ্কার পক্ষ থেকে ওপেনার পথুমা নিশঙ্কা ১৩৩ রান করেন৷ তিনি ১৪৭ বলে ১১ টি চারের সাহায্যে এই রান করেন৷ কুসল মেন্ডিস ৮৫ বলে ৮৭ রান করেন৷ অস্ট্রেলিয়ার ঝেই রিচার্ডসন ২ টি উইকেট নেন৷ ২১ তারিখ শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ২১ জুন৷