TRENDING:

Kumar Dhamasena Viral Video: তিনি যে আর ক্রিকেটার নেই ভুলে গিয়ে এ কী করছিলেন, ভাইরাল ভিডিও

Last Updated:

দেখে নিন ভাইরাল ভিডিও...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলম্বো: শ্রীলঙ্কা ক্রিকেট দল অস্ট্রেলিয়ার  (SL vs AUS 3rd ODI)সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে৷ এই জয়ের কারণে সফরকারী দল ৫ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে রয়েছে৷ কলম্বোতে খেলা এই বাইশ গজের লড়াইতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৯১ রান  করে৷ এর উত্তরে শ্রীলঙ্কা ৯ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় পেয়েছে৷ এই লড়াইতে একটা এমন সময় হাজির হয়েছিল  যে মাঠে হাজির আম্পায়র কুমার ধর্মসেনা (Kumar Dharmasena) ফিল্ডিং করতে দেখা যায়৷ যা  দেখে দর্শক চমকে যায়৷ ধর্মসেনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
watch viral video kumar dharmasena going for catch in sri lanka vs australia match
watch viral video kumar dharmasena going for catch in sri lanka vs australia match
advertisement

আসলে অস্ট্রেলিয়ার ইনিংসে র সময় উফকেটকিপার অ্যালেক্স কৈরি  (Alex Cary) ব্যাটিং করছিলেন৷ তখন তিনি স্কোয়ার লেগের দিকে একটি শট খেলেন৷ এতে আম্পায়র কুমার ধর্মসেনা সেদিকেই আম্পায়র হিসেবে দাঁড়িয়েছিলেন৷ ৯০ -র শকে শ্রীলঙ্কা দলের অংশ ধর্মসেনা বল ধরে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেন৷ কিন্তু খুব তাড়াতাড়িই বুঝে যান তিনি আর ক্রিকেটার নেই তিনি ম্যাচের আম্পায়র৷ তিনি নিজের হাত পিছন দিকে করে  নেন৷ বল ঠিক তাঁর সামনে এসে পড়ে যায়৷ ধর্মসেনার এই কাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল ভিডিও হয়ে যায়৷

advertisement

আরও পড়ুন - Viral News: বস্তা ভরা ১০ টাকার কয়েন, ছ‘ লক্ষ টাকার গাড়ি করে ফেললেন পছন্দ, তারপর...

দেখে নিন ভাইরাল ভিডিও

advertisement

অস্ট্রেলিয়ার পক্ষ থেকে হেড এবং ফিঞ্চের হাফ সেঞ্চুরি

ম্যাচ খেলার কথা হলে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৬২ রানের ইনিংস খেলেন৷ যেখানে ট্রেভিস হেড ৬৫ বলে ৭০ রান করেন৷ উইকেটকিপার অ্যালেক্স কৈরি ৫২ বলে ৪৯ রান করেন৷ অন্যদিকে গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে ধামাকা ৩৩ রান করেন৷ মার্নস লাবুসেন ২৯ রান করেন৷ শ্রীলঙ্কার পক্ষ থেকে জেফ্রি বান্ডরসে সর্বাধিক ৩ উইকেট নেন৷

advertisement

শ্রীলঙ্কা ওপেনার পথুমা নিশঙ্কা ১৩৩ রানের ইনিংস খেলেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শ্রীলঙ্কার পক্ষ থেকে ওপেনার পথুমা নিশঙ্কা ১৩৩ রান করেন৷ তিনি ১৪৭ বলে ১১ টি চারের সাহায্যে এই রান করেন৷ কুসল মেন্ডিস ৮৫ বলে ৮৭ রান করেন৷ অস্ট্রেলিয়ার ঝেই রিচার্ডসন ২ টি উইকেট নেন৷ ২১ তারিখ শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ২১ জুন৷

বাংলা খবর/ খবর/খেলা/
Kumar Dhamasena Viral Video: তিনি যে আর ক্রিকেটার নেই ভুলে গিয়ে এ কী করছিলেন, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল