এই সময়ে হরভজন সিং, যিনি হিন্দি কমেন্ট্রি টিমের অংশে ছিলেন, তিনি একটি মিসোজিনিস্ট মন্তব্য করেন৷ তিনি সোজা দুই মহিলার ক্রিকেট বোধ নিয়ে প্রশ্ন তোলেন৷ রইল সেই ভাইরাল ভিডিও৷
আরও পড়ুন – Sourav on Sana: ‘বাবারও বন্ধুরা আসত, এখন সানা জানায় বন্ধুরা আসে’, সৌরভ মেয়ের বন্ধু নিয়ে যা বললেন
ধারাভাষ্যের সময় হরভজন বলেছিলেন, “অর ইয়ে ম্যায় সোচ রাহা থা কি বাত ক্রিকেট কি হো রাহি হ্যায় ইয়া ফিল্মো কি। কিঁয়ুকি ক্রিকেট কে বারে ম্যায় না জানে কিতনি সমঝ হোগি৷’’ অর্থাৎ ‘আমি ভাবছিলাম যে কথাবার্তা কি ক্রিকেট নিয়ে চলছে নাকি সিনেমা নিয়ে। কারণ আমি নিশ্চিত নই যে ক্রিকেট সম্পর্কে তাঁদের কতটা জ্ঞান রয়েছে৷’
অনুষ্কা এবং আথিয়া রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়া পাশাপাশি নিজেদের বর যথাক্রমে বিরাট কোহলি এবং কেএল রাহুলকে সমর্থন করার জন্য৷
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রবল গতিতে ভাইরাল হয়েছে৷ এই মন্তব্যকে ভীষণভাবে লিঙ্গ হেনস্তাকারী মন্তব্য হিসেবে দেখছে৷ এক্স হ্যান্ডেলে এই মন্তব্য ঘিরে তুমুল আলোড়ন তৈরি হয়েছে৷ দুই অভিনেত্রীর ক্রিকেট জ্ঞান নিয়ে এভাবে কী করে মন্তব্য করা যায় তা নিয়েই তোলপাড় হচ্ছে সব৷
এক নেটিজেন লিখেছেন “হিন্দি কমেন্টেটররা খোলাখুলিভাবে # অনুষ্কাশর্মাকে তাঁর ক্রিকেট বোঝার বিষয়ে উপহাস করছেন। ‘হাম কব সুধরেঙ্গে ভাই, ওহ স্যার অনুষ্কা নেহি হ্যায়৷ আবার একজন লিখেছেন #বিরাটকোহলির স্ত্রী, যিনি সম্প্রতি ইতিহাস তৈরি করেছেন তাঁকে নিয়ে কেউ ঠাট্টা করছেন যখন এত লোক দেখছে তা একেবারে হাস্যকর৷’’