ইতিমধ্যেই মাঠের অনুশীলনেও নেমে পড়লেন তিনি ৷ ফিটনেস সংক্রান্ত উষ্মার জেরে বিরাট কোহলি কাউন্টি অভিযান বাতিল হয়ে যায় ৷ ঘাড়ের মাংসপেশিতে চোট পেয়েছিলেন আইপিএল চলাকালীন ৷ চোটের প্রকোপ বেশি থাকায় কাউন্টিতে সারের হয়ে খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন ক্যাপ্টেন কোহলি ৷
আরও পড়ুন - সামনের বছরের আইপিএল ঘিরে সন্দেহের কালো মেঘ, কারণ জানুন
advertisement
আইপিএলের ৫১ তম ম্যাচ চলাকালীন ডাইভ দিয়ে একটি ক্যাচ ধরার সময় মারাত্মক চোট পেয়েছিলেন তিনি ৷ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অভিযান শেষ হওয়ার পর তিনি এই চোট নিয়ে চিকিৎসকের সঙ্গেও আলোচনা করেছিলেন ৷
আরও পড়ুন- খেতাব রক্ষার লড়াইতে রাশিয়া পাড়ি জার্মানির, চিনে নিন গেমচেঞ্জারদের
১৫ জুন এনসিতে ফিটনেস টেস্ট হবে বিরাটের ৷ তার আগে বৃহস্পতিবার ওয়েস্টার্ন রেলওয়ের মাঠে অনুশীলন সেরে নিলেন তিনি ৷
জুনের ২৭ ও ২৯ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে ৷ যদি বিরাট না খেলতে পারেন তাহলে রোহিতের ওপর অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হবে ৷