ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে আবারও দেখা মিলল ‘বিরাট’ দাপট। রাঁচির পর এবার ছত্তিসগড়ের রায়পুর। বিরাটের চওড়া ব্যাটে এল আরও একটা শতরান। একদিনের ক্রিকেটে ৫৩তম শতরান নিজের নামে করলেন তিনি। ৯০ বলে ১০০ রান করলেন তিনি।
একইসঙ্গে এই ম্যাচে নিজের জাত চেনালেন তিন নম্বরে নামা ঋতুরাজ গায়কোয়াড়। মাত্র ৭৭ বলে নিজের শতরান পূর্ণ করেন তিনি। সেঞ্চুরি থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি।
advertisement
এই ম্যাচে রান পাননি হিটম্যান। বার্গারের বলে ডিককের হাতে ক্যাচ জমা দিয়ে সাজ ঘরে ফেরেন তিনি। আগের ম্যাচে ৫০ করলেও। এই ম্যাচে মাত্র ১৪ রান করেন তিনি।
অন্যদিকে, রান পাননি অপর এক ওপেনার যশস্বী জয়সওয়ালও। জানসেনের বলে মারতে গিয়ে ২২ রানে আউট হন এই তরুণ ব্যাটার।
এরপরেই ক্রিজে আসেন বিরাট এবং ঋতুরাজ। দুজনের সাবলীল ক্রিকেটে বড় রানের দিকে এগোতে থাকে ভারত।
শেষ পাওয়া খবর অনুযায়ী ক্রিজে ৯৭ রানে খেলছেন বিরাট। অন্যদিকে, সেই জানসেনের বলেই আউট হয়েই ১০৫ রান করে ফেরেন ঋতুরাজ। মাকরমের বলে ১০২ রানে ফেরেন কিং কোহলিও।
শেষ পাওয়া খবর অনুযায়ী ৪ উইকেটে ২৮৪ রান হয়েছে ভারতের। ক্রিজে রয়েছেন কে এল রাহুল এবং ওয়াশিংটন সুন্দর।
