অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২৩৬ রানে অলআউট হয়। জবাবে ভারতীয় ইনিংসের শুরু থেকেই রোহিত ও কোহলি দৃঢ়ভাবে এগিয়ে যান। রোহিত শর্মা করেন ঐতিহাসিক ১২১* রান, আর কোহলি খেলেন অপরাজিত ৭৪* রানের ইনিংস, যাতে ছিল ৭টি চমৎকার চার। এই দুজনের ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি ভারতকে এনে দেয় এক সহজ জয় এবং আত্মবিশ্বাস।
advertisement
তবে ম্যাচের পরের একটি মুহূর্তই সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়ে যায় সমর্থকদের। খেলা শেষে সিডনির গ্যালারির ভারতীয় সমর্থকদের সঙ্গে কথা বলার সময় এক সমর্থকের হাত থেকে ভারতের জাতীয় পতাকা মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে কোহলি দ্রুত পতাকাটি তুলে নিয়ে তা ফেরত দেন সমর্থকের হাতে। তাঁর এই দেশপ্রেমের মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ঝড় তোলে। গর্বিত হন সকলে।
আরও পড়ুনঃ Virat Kohli: রানে ফিরতেই ৫টি বড় রেকর্ড গড়লেন বিরাট কোহলি, পিছনে ফেললেন একাধিক কিংবদন্তীদের
এই ইনিংসের মধ্য দিয়েই বিরাট কোহলি ছাড়িয়ে যান কিংবদন্তি সচিন তেন্ডুলকারের রেকর্ড। ওয়ানডে ও টি২০ মিলিয়ে সচিন তেন্ডুলকরের ১৮,৩৬৯ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়েন বিরাট কোহলি। এদিনের পারফরম্যান্সে কোহলি শুধু জয়ই এনে দেননি, আবারও প্রমাণ করেছেন যে তিনি হোয়াইট-বল ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম।
