নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে কতটা নিখুঁত বিরাট কোহলি তা আমাদের সকলেরই জানা। প্রায়শই নতুন নতুন হেয়ার কাট করে থাকেন বিরাট কোহলি। ঘনঘন নিজের লুকসও বদলান। এবার এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আরও একবার নয়া অবতারে ধরা দিলেন বিরাট কোহলি। ফের নিজের নতুন হেয়ার কাটিং করালেন ভিকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে পার্লারে চুল কাটছেন কোহলি। নেই ঝুলপি, কানের উপর দিয়ে চুলের রেখা। নয়া লুকে ‘মাচো’ বিরাট।
advertisement
আরও পড়ুনঃ IND vs WI 2nd T20: ১২ বছর পর লজ্জার রেকর্ড ভারতের, শেষ ৩ ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে ‘ডু অর ডাই’
প্রসঙ্গত, ৩০ অগাস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। শ্রীলঙ্কা ও পাকিস্তানে হবে এবারের প্রতিযোগিতা। ওডিআই বিশ্বকাপ থাকার কারণে এবারের এশিয়া কাপ হবে ৫০ ওভারের ফর্ম্যাটে। গতবার টি-২০ বিশ্বকাপ থাকায় এশিয়া কাপ হয়েছিল টি-২০ ফর্ম্যাটে। এশিয়া কাপকেই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে দেখছে উপমহাদেশের দেশগুলি। এশিয়া কাপ ও বিশ্বকাপকে পাখির চোখ করে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। দুরন্ত লুকের পাশাপাশি কোহলির কাছে অনবদ্য ব্যাটিং দেখার অপেক্ষায় ফ্যানেরা।