TRENDING:

Virat Kohli Rested: বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হবে, কত বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচকরা

Last Updated:

আইপিএলের পারফরম্যান্স অবশ্য ভারতীয় ক্রিকেট দলে নির্বাচিত হওয়ার জন্য মাপকাঠি ধরা হয় না৷ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স বেশ নড়বড়ে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিরাট কোহলি আইপিএল ২০২২ এ নিরাশজনক প্রদর্শন জারি রয়েছে৷ এবারের আইপিএল কোহলির আইপিএল কেরিয়ারের সবচেয়ে খারাপ পারফরম্যান্সের বছর৷ তিনবার গোল্ডেন ডাক করেছেন তিনি৷ অর্থাৎ প্রথম বলেই আউট হয়েছেন তিনি৷ ফলে তাঁর এই খারাপ ফর্মের জেরে এবার তাঁকে বিশ্রাম দেওয়া হক সেই দাবি উঠেছে৷ আইপিএলের ঠিক পরেই দক্ষিণ আফ্রিকা সিরিজ দুই দেশ ৫ টি টি টোয়েন্টি খেলবে৷ এই সিরিজের জন্য ভারতীয় দল সিলেক্ট হবে আইপিএল প্লে অফের সময়ে৷ এমন খবর সামনে এসেছে যে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচন কমিটি বিরাট কোহলির সঙ্গে আগে কথা বলতে পারেন৷ সেখানে তাঁরা জানতে চাইবেন বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম নেবেন কিনা?
Virat Kohli Rested- Photo- (PTI)
Virat Kohli Rested- Photo- (PTI)
advertisement

টিম ইন্ডিয়ার সিলেকশন কমিটির এক সদস্য ইনসাইড স্পোর্টসকে জানিয়েছেন, ‘‘এটা এমন একটা পর্ব যেখান দিয়ে প্রতি ক্রিকেটারই যায়৷ বিরাট কোহলিও সেই পর্ব দিয়ে যাচ্ছেন৷ উনি নিশ্চিতভাবেই এই পর্ব থেকে বেরিয়ে আসতে পারবেন৷ কিন্তু সিলেক্টর হওয়ার জন্য প্রথমে দলের বিষয়ে ভাবতে হবে৷ আমাদের ওঁর সঙ্গে কথা বলতে হবে৷ তিনি ক্রিকেট থেকে ব্রেক চান কিনা যাতে তাঁর হারানো ফর্ম ফিরে আসার লড়াই তিনি জারি রাখতে পারবেন৷’’

advertisement

আরও পড়ুন - Cyclone Asani Update: এক বা দুই নয়, সাইক্লোন অশনির প্রভাব ৮ রাজ্যে, জোর বৃষ্টি ও হাওয়ার দাপট হবে সব ওলটপালট

ইনসাইড স্পোর্টস সূত্রে যে খবর তাতে শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজই নয় আয়ারল্যান্ড সিরিজেও বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলিকে৷

বিরাট কোহলি আইপিএল ২০২২ -র আগেই ব্যাটিংয়ে ফোকাস করবেন হসে ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি আরসিবি-র অধিনায়কত্বও ছেড়ে দিয়েছিলেন৷ কিন্তু তারপরেও আইপিএলের তাঁর ব্যাটিংয়ের পুরনো ঔজ্জ্বল্য দেখা যায়নি৷ ১২ ম্যাচের ১৯ গড়ে ২১৬ রান করেছেন৷ তিনি শতরান করেননি ১০০ ইনিংস পেরিয়ে গেছে৷

advertisement

প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীর পরামর্শ মেনে তিনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিনি ওপেনিং করেছিলেন৷ কিন্তু সেই সুযোগও ফেল হয়ে যায়৷ আইপিএলের এই সিজনে তাঁর স্ট্রাইকরেট ছিল ১১০ ৷ তাঁর পারফরম্যান্সের নিরিখে এ প্রায় কিছুই নয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় ছোটদের জন্য আলাদা আনন্দ! বাচ্চাদের নিয়ে গেলে মিস করবেন না এই রঙিন পার্ক, রইল হদিশ
আরও দেখুন

আইপিএলের পারফরম্যান্স অবশ্য ভারতীয় ক্রিকেট দলে নির্বাচিত হওয়ার জন্য মাপকাঠি ধরা হয় না৷ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স বেশ নড়বড়ে৷ এই কারণেই বিরাট কোহলিকে বিশ্রাম দিতে বলা হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli Rested: বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হবে, কত বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল