বিরাটকে প্রশ্ন করা হয়েছিল কোন ঐতিহাসিক মহিলা চরিত্রের সঙ্গে তিনি ডিনার করতে পছন্দ করতেন। কোহলি জানিয়েছেন তার জীবনে বড় দুঃখ রয়ে গিয়েছে সুর সম্রাজ্ঞী নাইটেঙ্গেল লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করতে না পারা। আর পাঁচজন ভারতীয়র মত তিনি ও লতার গান শুনে বড় হয়েছিলেন। দীর্ঘদিন মুম্বইতেই থাকেন, স্ত্রী নিজে স্বনামধন্য সিনেমার নায়িকা। তাই বিরাটের কাছে সুযোগ ছিল লতার সঙ্গে দেখা করার।
advertisement
কিন্তু ব্যস্ততা এবং বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। লতা মঙ্গেশকরকে মিস করেন বিরাট কোহলি। আর পৃথিবীতে দ্বিতীয় লতা আসবেন না নিশ্চিত ক্রিকেট কিংবদন্তি। লতা নিজে ক্রিকেটের বিরাট ভক্ত ছিলেন জানেন বিরাট। সুনীল গাভাসকার, সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী, দিলীপ বেঙ্গসরকরদের মতো ক্রিকেটারদের লতা কতটা স্নেহ করতেন অজানা নয় বিরাটের।
এমনকি ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের পর লতা নিজে ব্যক্তিগতভাবে ক্রিকেটারদের পুরস্কৃত করেছিলেন। এছাড়া বিরাট কোহলি জানিয়েছেন বিখ্যাত বক্সার কিংবদন্তি মহম্মদ আলির থেকে অনুপ্রেরণা পান তিনি। আলির আত্মজীবনী পড়েছেন। এসব কিছুই তাকে ভাল মানুষ হয়ে উঠতে সাহায্য করছে।
পাশাপাশি তিনি জানিয়েছেন ঘরের মাঠে খেলা হলেও এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই হবে সমানে সমানে। বরাবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি দুর্দান্ত পারফর্ম করেন। দেশের মাঠেও ক্যাঙ্গারুদের বিরুদ্ধে সেটাই করতে চান কিং কোহলি। মানসিক এবং শারীরিকভাবে তিনি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছেন।