TRENDING:

কোহলির জীবনে বড় দুঃখ লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা না হওয়া, সুযোগ হলে আশীর্বাদ চাইতেন

Last Updated:

Virat Kohli regrets not meeting with singing legend Lata Mangeshkar. কোহলির জীবনে বড় দুঃখ লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা না হওয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিরাট কোহলির জীবনে বড় হয়ে ওঠা খুব একটা শহর ছিল না। তিন ভাই বোনের পরিবারে তিনি সবচেয়ে ছোট। বাবা যখন মারা যান তখন ক্রিকেট মাঠে খেলছিলেন বিরাট। মায়ের কথায় সেই খেলা ছেড়ে আসেননি। এসব খবর তো বহু পুরনো। সকলেই জানেন। সম্প্রতি একটি স্পন্সরের সঙ্গে সাক্ষাৎকারে বিরাট কোহলির একটি ছোট্ট ইন্টারভিউ নেওয়া হয়।
লতা মঙ্গেশকরের জীবন সংগ্রাম অনুপ্রেরণা কোহলির
লতা মঙ্গেশকরের জীবন সংগ্রাম অনুপ্রেরণা কোহলির
advertisement

বিরাটকে প্রশ্ন করা হয়েছিল কোন ঐতিহাসিক মহিলা চরিত্রের সঙ্গে তিনি ডিনার করতে পছন্দ করতেন। কোহলি জানিয়েছেন তার জীবনে বড় দুঃখ রয়ে গিয়েছে সুর সম্রাজ্ঞী নাইটেঙ্গেল লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করতে না পারা। আর পাঁচজন ভারতীয়র মত তিনি ও লতার গান শুনে বড় হয়েছিলেন। দীর্ঘদিন মুম্বইতেই থাকেন, স্ত্রী নিজে স্বনামধন্য সিনেমার নায়িকা। তাই বিরাটের কাছে সুযোগ ছিল লতার সঙ্গে দেখা করার।

advertisement

কিন্তু ব্যস্ততা এবং বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। লতা মঙ্গেশকরকে মিস করেন বিরাট কোহলি। আর পৃথিবীতে দ্বিতীয় লতা আসবেন না নিশ্চিত ক্রিকেট কিংবদন্তি। লতা নিজে ক্রিকেটের বিরাট ভক্ত ছিলেন জানেন বিরাট। সুনীল গাভাসকার, সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী, দিলীপ বেঙ্গসরকরদের মতো ক্রিকেটারদের লতা কতটা স্নেহ করতেন অজানা নয় বিরাটের।

এমনকি ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের পর লতা নিজে ব্যক্তিগতভাবে ক্রিকেটারদের পুরস্কৃত করেছিলেন। এছাড়া বিরাট কোহলি জানিয়েছেন বিখ্যাত বক্সার কিংবদন্তি মহম্মদ আলির থেকে অনুপ্রেরণা পান তিনি। আলির আত্মজীবনী পড়েছেন। এসব কিছুই তাকে ভাল মানুষ হয়ে উঠতে সাহায্য করছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পাশাপাশি তিনি জানিয়েছেন ঘরের মাঠে খেলা হলেও এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই হবে সমানে সমানে। বরাবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি দুর্দান্ত পারফর্ম করেন। দেশের মাঠেও ক্যাঙ্গারুদের বিরুদ্ধে সেটাই করতে চান কিং কোহলি। মানসিক এবং শারীরিকভাবে তিনি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
কোহলির জীবনে বড় দুঃখ লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা না হওয়া, সুযোগ হলে আশীর্বাদ চাইতেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল