মঙ্গলবার মোতেরায় কোহলির ব্যাটে (৭৭) ভর করেই ভারত ভদ্রস্থ ১৫৬ রান তুলতে সমর্থ হয়েছিল৷ ভারতকে জিততে হলে এই রানের মধ্যেই ইংল্যান্ডকে বেঁধে ফেলতে হত৷ যার জন্য একটা রান বা মিস ফিল্ডিংয়ের কোনও জায়গাই ছিল না৷ আর এই ভুলটাই করে বসেন দলের তরুণ পেসার শার্দুল ঠাকুর৷
ম্যাচের ১১ ওভারে মিস ফিল্ডিং করায় শার্দুলকে তীব্র ভৎসর্না করেন বিরাট৷ সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে৷ যদিও এই ঘটনার জন্য শার্দুল ক্ষমাও চেয়ে নেন বিরাটের থেকে৷ কিন্তু বিরাট নিজে বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার৷ তাঁর অভিধানে এই ছোটখাটো ভুলের কোনও ক্ষমা নেই! যা বিরাটের শরীরি ভাষাই বলে দিয়েছে৷
advertisement
এদিন বিরাটের দুর্দান্ত ব্যাটিং ঢাকা পড়ে যায় জস বাটলারের ব্যাটে৷ তিনি যেদিন খেলবেন সেদিন আর কারোর কিছু করার থাকে না৷ ফের একবার সেই প্রমাণই দিলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম ভয়ানক ব্যাটসম্যান৷ নিজে হাতেই বদলে দিলেন ম্যাচের রঙ৷ দশ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ইংরেজরা। ৮ উইকেটে জিতে সিরিজে ২-১ এগিয়ে গেল মর্গ্যান অ্যান্ড কোং৷