দীর্ঘদিন ধরে বিরাট কোহলি ফর্মে নেই৷ দীর্ঘ সময় ক্রিকেটও খেলছেন না কোহলি৷ সেই ব্রেক কাটিয়ে এশিয়া কাপে দলে ফিরেছেন কোহলি৷ এই ম্যাচে টি টোয়েন্টি ম্যাচে শততম ম্যাচ খেলা হয়ে যাবে বিরাট কোহলির৷ ভারতীয় ক্রিকেটের অধিনায়ক রোহিত শর্মার টি টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশ সংখ্যক ম্যাচ খেলেছেন৷ তিনি মোট ১৩২ টি ম্যাচ খেলেছেন৷ এই হাইভোল্টেজ ম্যাচে কোহলি নিজের বিশেষ লুক তৈরি করেছেন৷ তিনি ম্যাচের একদিন আগে দুবাইতে হেয়ার স্যাঁলোতে যান৷
advertisement
আরও পড়ুন - Ind vs Pak: ‘মন্তর ফুঁকলেন’ বাবর আজম, দলকে চাঙ্গা করতে ‘এই’ সব কথা বলেন, দেখুন ভিডিও
হেয়ার গ্যারেজ নামের স্যাঁলোতে কোহলি নিজের হেয়ারকাট সেরে নেন৷ নিজের নয়া লুক শেয়ারও করেন তিনিও৷ আর হেয়ার গ্যারেজও তাঁর ছবি শেয়ার করে নিজেদের অফিসিয়াল হ্যান্ডেলে৷
দেখে নিন নয়া লুক
বিরাট কোহলি নয়া লুক দিয়েছেন যে হেয়ার স্টাইলিশ তাঁকে ধন্যবাদ জানান কোহলি৷ বিরাট কোহলি বিভিন্ন সময়েই নিজের লুক বদল করেন৷ তাঁর ফ্যানরাও অনেক সময়েই তাঁর হেয়ারস্টাইল ফলো করেন৷ কোহলি এক মাসের বিশ্রামের পর ফের মাঠে নামলেন৷ শনিবার বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিওতে কোহলি জানিয়েছেন তিনি দীর্ঘ সময় অবসরের পর মাঠে ফিরে তরতাজা অনুভব করছেন৷ তিনি মানসিক ভাবে ভাল ছিলেন না বলেই ক্রিকেট থেকে এই ব্রেক নিয়েছিলেন৷