TRENDING:

Virat Kohli New Look: এশিয়া কাপে নিজের শততম ম্যাচ! নয়া লুকে বিরাট কোহলি

Last Updated:

হেয়ার গ্যারেজ নামের স্যাঁলোতে কোহলি নিজের হেয়ারকাট সেরে নেন৷ নিজের নয়া লুক শেয়ারও করেন তিনিও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের জোর লড়াই তার সঙ্গে আরও স্পেশাল কারণ এটা টি টোয়েন্টিতে বিরাট কোহলির শততম ম্যাচ, তাই একেবারে নয়া লুকে বিরাট কোহলি৷ এর আগে ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি বিশেষ বিশেষ ম্যাচে লুক চেঞ্জ করতেন হেয়ার স্টাইল দিয়ে৷ এবার কি বিরাট কোহলিও সেই পথেই হাঁটবেন নাকি৷
Virat Kohli New Look:
Virat Kohli New Look:
advertisement

দীর্ঘদিন ধরে বিরাট কোহলি ফর্মে নেই৷  দীর্ঘ সময় ক্রিকেটও খেলছেন না কোহলি৷ সেই ব্রেক কাটিয়ে এশিয়া কাপে দলে ফিরেছেন কোহলি৷ এই ম্যাচে টি টোয়েন্টি ম্যাচে শততম ম্যাচ খেলা হয়ে যাবে বিরাট কোহলির৷ ভারতীয় ক্রিকেটের অধিনায়ক রোহিত শর্মার টি টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশ সংখ্যক ম্যাচ খেলেছেন৷ তিনি মোট ১৩২ টি ম্যাচ খেলেছেন৷ এই হাইভোল্টেজ ম্যাচে কোহলি নিজের বিশেষ লুক তৈরি করেছেন৷ তিনি ম্যাচের একদিন আগে দুবাইতে হেয়ার স্যাঁলোতে যান৷

advertisement

আরও পড়ুন -  Ind vs Pak: ‘মন্তর ফুঁকলেন’ বাবর আজম, দলকে চাঙ্গা করতে ‘এই’ সব কথা বলেন, দেখুন ভিডিও

হেয়ার গ্যারেজ নামের স্যাঁলোতে কোহলি নিজের হেয়ারকাট সেরে নেন৷ নিজের নয়া লুক শেয়ারও করেন তিনিও৷ আর হেয়ার গ্যারেজও তাঁর ছবি শেয়ার করে নিজেদের অফিসিয়াল হ্যান্ডেলে৷

দেখে নিন নয়া লুক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিরাট কোহলি নয়া লুক দিয়েছেন যে হেয়ার স্টাইলিশ তাঁকে ধন্যবাদ জানান কোহলি৷ বিরাট কোহলি বিভিন্ন সময়েই নিজের লুক বদল করেন৷ তাঁর ফ্যানরাও অনেক সময়েই তাঁর হেয়ারস্টাইল ফলো করেন৷ কোহলি এক মাসের বিশ্রামের পর ফের মাঠে নামলেন৷ শনিবার বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিওতে কোহলি জানিয়েছেন তিনি দীর্ঘ সময় অবসরের পর মাঠে ফিরে তরতাজা অনুভব করছেন৷ তিনি মানসিক ভাবে ভাল ছিলেন না বলেই ক্রিকেট থেকে এই ব্রেক নিয়েছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli New Look: এশিয়া কাপে নিজের শততম ম্যাচ! নয়া লুকে বিরাট কোহলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল