টি ২০-তে ব্যাট হাতে ওপেন করে এখনও সাফল্য আসেনি। চিন্নাস্বামীতে শেষ ম্যাচেও মাত্র ২ রানেই প্যাভিলিয়ানে ফিরেছেন ভারত অধিনায়ক। তাই ম্যাচ জিতলেও নিজের ব্যাটিং নিয়ে যে প্রশ্নের মুখে তাঁকে পড়তে হবে, সেটা ভালমতোই জানতেন বিরাট ৷ সেইমতো যেন প্রস্তুতি নিয়েই সাংবাদিক সম্মেলনে এদিন এসেছিলেন তিনি ৷ বিরাট বলেন, ‘‘ আমি যখন আইপিএল-এ বেঙ্গালুরুর হয়ে ওপেন করে চারটে সেঞ্চুরি করেছিলাম তখন তো কেউ কিছু বলেনি। আর এখন দু’ম্যাচে রান পাইনি তাতে এত সমস্যা হয়ে গেল ?’’ টিমমেটদের জয়ের সমস্ত কৃতিত্ব দিয়ে কোহলি আরও বলেন, ধোনি উইকেটের পিছনে রয়েছেন। সঙ্গে আশু ভাই (আশিস নেহরা) ও যুবি পা (যুবরাজ সিং)-এর মতো অভিজ্ঞরা দলের সঙ্গে রয়েছেন। আমি লিমিটেড ওভার ক্রিকেটে নতুন। ওরা কিন্তু দীর্ঘদিন ধরে খেলছেন। যখনই দরকার হয়েছে ওদের থেকে উপদেশ নিয়েছি। এই জয়ের পিছনে ওদের ভূমিকা তাই অনেক।’’
advertisement
Expect @imVkohli to be witty. Sample this one from the post-match press conference. #INDvENG pic.twitter.com/JytGocbcxo
— BCCI (@BCCI) February 1, 2017