এর মধ্যে ইউরোপ ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর অনেকে তাঁর ক্যারিয়ারের শেষও দেখে ফেলেছিলেন। ম্যাচে তাঁর দল রিয়াদ অল–স্টার ৫-৪ গোলে হেরে গেলেও জোড়া গোল করে বার্তা দিয়েছেন রোনালদো। পর্তুগিজ মহাতারকার এমন পারফরম্যান্সের পর কোণঠাসা হয়ে পড়া ভক্তরাও নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন। যে দলে আছেন কোহলিও।
advertisement
দারুণ ছন্দে থাকা ভারতীয় এই ব্যাটসম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোকে নিয়ে পোস্টও দিয়েছেন। কোহলি লিখেছেন, ৩৮ বছর বয়সে এখনো শীর্ষ পর্যায়ে এটা (দারুণ পারফরম্যান্স) করে দেখাচ্ছেন। যে ফুটবল–বিশেষজ্ঞরা মনোযোগের আশায় প্রতি সপ্তাহে বসে বসে তাঁর সমালোচনা করেন, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে পারফরম্যান্সের পর তাঁরা এখন বেশ চুপচাপ।
অথচ বলা হচ্ছিল, সে নাকি ফুরিয়ে গেছে। বিরাট কোহলি নিজে জানেন একজন সুপারস্টার যখন তার সেরা ছন্দ হারিয়ে লড়াই করার চেষ্টা করেন, বাইরে থেকে অসংখ্য সমালোচনা সহ্য করে - সেই সময়টা কত কঠিন হতে পারে। নিজে এই সময়ের মধ্য দিয়ে গিয়েছেন। তাই রোনাল্ডোর ব্যথা বিরাট অনুভব করতে পারবেন এতে আশ্চর্যের কিছু নেই। তাই এদিন পিএসজির তারকা খচিত দলের বিরুদ্ধে রোনাল্ডোর আল নাসর হেরে গেলেও পর্তুগিজ তারকার জন্য চোখের জল ফেলেছেন কিং কোহলি।