মাঠ থেকে ওই ভক্তকে সরিয়ে নেওয়ার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক নিরাপত্তা কর্মকর্তা তাকে চড় মারছেন। কোহলির প্রতি ভালবাসা থেকেই ওই সমর্থক মাঠে ঢুকেছিলেন বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি ও মাঠে দর্শকদের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অনেকেই কোহলির মানবিক আচরণের প্রশংসা করলেও কর্মকর্তার এমন আচরণ সমালোচনার মুখে পড়েছে।
advertisement
মাঠের খেলায় অবশ্য ভারতকে হতাশ হতে হয়েছে। কঠিন পিচে নিউজিল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৪ রান তোলে। বিরাট কোহলি আত্মবিশ্বাসী শুরু করলেও ২৩ রানে ফিরে যান। তবে কেএল রাহুল দুর্দান্ত ব্যাটিং করে নিজের ওয়ানডে কেরিয়ারের অষ্টম শতরান পূর্ণ করেন। অধিনায়ক শুভমান গিলও টানা দ্বিতীয় অর্ধশতরান করে দলের স্কোর লড়াই করার মত জায়গায় পৌছে দেন।
আরও পড়ুনঃ ফের খারাপ খবর ভারতীয় দলে! টি-২০ সিরিজ ও বিশ্বকাপের আগে বাড়ল চিন্তা? বড় আপডেট
জবাবে নিউজিল্যান্ড লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ পারফরম্যান্স দেখায়। ড্যারিল মিচেল ১১৭ বলে অপরাজিত ১৩১ রান করে ম্যাচের নায়ক হন। উইল ইয়াংয়ের সঙ্গে তার ১৬২ রানের জুটি ভারতের বোলিং আক্রমণের সব রণনীতি ভেঙে দেয়। শেষ পর্যন্ত ৪৭.৩ ওভারে সাত উইকেটের জয় পায় কিউইরা। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১–১ সমতা ফেরায় নিউজিল্যান্ড, আর সিরিজের ফয়সালা হবে রবিবার ইনদওরে।
