বুধবার বিসিসিআই রোহিত শর্মাকে একদিনের ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ করে। শেষ দু বছর বিরাট কোহলির প্রদর্শন অত্যন্ত নিরাশাজনক ছিল, বিশেষত সীমিত ওভারের ম্যাচে। ২০১৯ এ শেষবারের মতো তিনি একদিনের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। আর বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে শেষ টেস্টে শতরান এসেছিল।
advertisement
কিন্তু এত ব্যস্ততার পরেও বিরাট কিন্তু তার ফিটনেস, অনুশীলন এবং প্রশিক্ষণে কোনো কমতিই করছেন না। স্টার স্পোর্টস এর একটি সাক্ষাৎকারে গৌতম গাম্ভীর বললেন, ওয়ানডেতে কোহলি দায়িত্বটা ঠিক লাল বলের ক্রিকেটে রোহিত শর্মার যেরকম দায়িত্ব সেরকমই হবে। অধিনায়কত্বের বোঝা ঘাড় থেকে নামলে কোহলি আরও মনোযোগ দিয়ে ব্যাটিং করতে পারবেন। তিনি নিশ্চিত যে বিরাট কোহলি ভারতের হয়ে রান বানিয়ে যাবেন সীমিত ওভারের এবং টেস্ট ক্রিকেটেও।
আরও পড়ুন - Abid Ali: নিজের খাবার খাইয়ে দিলেন বিড়ালকে! পাক ক্রিকেটারের মানবিকতায় মুগ্ধ অনেকে
ঠিক সেই সময় দুজন আলাদা ব্যক্তি দুটি ফরম্যাটে দলের জন্য তাদের ভাবনা এবং পরিকল্পনা প্রদান করতে থাকবেন। তবে তিনি মনে করছেন অধিনায়কত্ব ছাড়লেন তার কোন ক্ষতিকর প্রভাব পড়বে না কোহলি প্রদর্শনে। গৌতম গম্ভীর নিশ্চিত ভারতীয়দের এখনো কোহলির ব্যাটিংয়ের সেরা সময় দেখা বাকি আছে। ওয়ানডে এবং টেস্ট উভয় ফরম্যাটেই।
এত দীর্ঘ সময় ধরে কোহলি যে মাত্রায় দেশের প্রতি আবেগ এবং প্রচেষ্টা দেখিয়েছে অধিনায়কত্ব ছাড়ার ফলে তার কিছু বদলাবে না। এমনকি গম্ভীর মনে করেন বিরাট কোহলি চরম পেশাদার। তাই নিজের দায়িত্ব দেশের প্রতি তিনি ব্যাটসম্যান হিসেবেও সমানভাবে পালন করবেন।