TRENDING:

Virat Kohli: বিরাট-অনুষ্কাকে দ্বিতীয় সন্তানের শুভেচ্ছা জানালেন সচিন, 'ভবিষ্যদ্বাণী' মাস্টার ব্লাস্টারের!

Last Updated:

Virat Kohli: ১৫ ফেব্রুয়ারি তাদের পুত্র সন্তান হওয়ার খবর জানাতেই শুভেচ্ছার জোয়ারে ভাসেন বিরুষ্কা। এবার বিরাট-অনুষ্কাকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বিগত কয়েক মাস ধরে চলতে থাকা যাবতীয় জল্পনার অবসান মঙ্গলবার ঘটিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে তাদের পরিবারের তিন থেকে চার হওয়ার খবর। ১৫ ফেব্রুয়ারি তাদের পুত্র সন্তান হওয়ার খবর জানাতেই শুভেচ্ছার জোয়ারে ভাসেন বিরুষ্কা। এবার বিরাট-অনুষ্কাকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর।
advertisement

সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ শুভেচ্ছা বার্তায় বিরাট কোহলি লিখেছেন,”অকায়ের আগমনে বিরাট এবং অনুষ্কাকে আন্তরিক অভিনন্দন। তোমাদের সুন্দর পরিবারের আরও একটি মূল্যবান রত্নের সংযোজন! তার নাম যেমন ঘর আলোকিত করে, তেমনি তিনি আপনার বিশ্বকে অফুরন্ত আনন্দ এবং হাসিতে পূর্ণ করবে। আগামী দিনে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছ যা তোমরা সারাজীবন মনে রাখবে। বিশ্বে স্বাগতম, লিটল চ্যাম্প!”

advertisement

সচিন তেন্ডুলকরের এই বার্তা মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিরাট কোহলির পুত্র সন্তানকে ‘লিটল চ্যাম্প’ বলেছিলেন সচিন, তা মন ছুঁয়ে গিয়েছে কোহলি ফ্যানেদের। এই বক্তব্যকে ভবিষ্যদ্বাণী হিসেবেও দেখছেন অনেকেই। আগামী দিনে কোহলির ছেলেও যেন বাবার মত চ্যাম্পিয়ন হতে প্লেয়ার হতে পারে, সেই ভবিষ্যদ্বাণী হিসেবেও দেখছেন অনেকেই।

advertisement

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, কোন দেশ পায়ে হেঁটে এক দিনে ঘোরা যায়? উত্তর জানলে চমকে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

প্রসঙ্গত, কোহলি ও অনুষ্কা তাদের পুত্র সন্তানের নাম রেখেছেন অকায়। এই নামের অর্থ কী তা নিয়ে শুরু হয় জল্পনা। তবে এই নামের মানে জানলে মন ভরে যাবে! ফুটফুটে সন্তানের মতোই ভীষণ মিষ্টি একটা মানে রয়েছে এই ‘অকায়’ নামের। অকায় একটি তুর্কি শব্দ! তুর্কি ভাষায় এই ‘অকায়’ শব্দের মানে হল চাঁদের আলো! আবার বাংলায় মানে কায়া নেই যার! কিন্তু এই নামটি তুর্কি ভাষা থেকেই রাখা হয়েছে! তাই ‘অকায়’ হল চাঁদের আলো।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: বিরাট-অনুষ্কাকে দ্বিতীয় সন্তানের শুভেচ্ছা জানালেন সচিন, 'ভবিষ্যদ্বাণী' মাস্টার ব্লাস্টারের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল