সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ শুভেচ্ছা বার্তায় বিরাট কোহলি লিখেছেন,”অকায়ের আগমনে বিরাট এবং অনুষ্কাকে আন্তরিক অভিনন্দন। তোমাদের সুন্দর পরিবারের আরও একটি মূল্যবান রত্নের সংযোজন! তার নাম যেমন ঘর আলোকিত করে, তেমনি তিনি আপনার বিশ্বকে অফুরন্ত আনন্দ এবং হাসিতে পূর্ণ করবে। আগামী দিনে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছ যা তোমরা সারাজীবন মনে রাখবে। বিশ্বে স্বাগতম, লিটল চ্যাম্প!”
advertisement
সচিন তেন্ডুলকরের এই বার্তা মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিরাট কোহলির পুত্র সন্তানকে ‘লিটল চ্যাম্প’ বলেছিলেন সচিন, তা মন ছুঁয়ে গিয়েছে কোহলি ফ্যানেদের। এই বক্তব্যকে ভবিষ্যদ্বাণী হিসেবেও দেখছেন অনেকেই। আগামী দিনে কোহলির ছেলেও যেন বাবার মত চ্যাম্পিয়ন হতে প্লেয়ার হতে পারে, সেই ভবিষ্যদ্বাণী হিসেবেও দেখছেন অনেকেই।
আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, কোন দেশ পায়ে হেঁটে এক দিনে ঘোরা যায়? উত্তর জানলে চমকে যাবেন
প্রসঙ্গত, কোহলি ও অনুষ্কা তাদের পুত্র সন্তানের নাম রেখেছেন অকায়। এই নামের অর্থ কী তা নিয়ে শুরু হয় জল্পনা। তবে এই নামের মানে জানলে মন ভরে যাবে! ফুটফুটে সন্তানের মতোই ভীষণ মিষ্টি একটা মানে রয়েছে এই ‘অকায়’ নামের। অকায় একটি তুর্কি শব্দ! তুর্কি ভাষায় এই ‘অকায়’ শব্দের মানে হল চাঁদের আলো! আবার বাংলায় মানে কায়া নেই যার! কিন্তু এই নামটি তুর্কি ভাষা থেকেই রাখা হয়েছে! তাই ‘অকায়’ হল চাঁদের আলো।