টেস্ট কেরিয়ারের দ্রুততম ফিফটি হাঁকিয়েছেন রোহিত শর্মা। তাই ইশান কিষাণ তাঁর চেয়েও দ্রুত অর্ধশতরান করে ফেলেন৷ অধিনায়কের চেয়ে ২ বল কম খেলেই টেস্ট কেরিয়ারের প্রথম ফিফটি করে নেন।
আরও পড়ুন – Weather Update: দেশের উপর ৩টি সাইক্লোনিক সার্কুলেশন, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি, রইল ওয়েদার আপডেট
advertisement
দেখে নিন ইশান কিষাণের ভাইরাল ভিডিও (Viral Video)
ভারত বনাম ওয়েস্টইন্ডিজ প্রথম টেস্টে প্রথম রান করতে ২০ বল খেলেন এবং তাঁর এক রান পূর্ণ হতেই অধিনায়ক রোহিত শর্মা ইনিংসে ডিক্লেয়ার দিয়ে দিয়েছিলেন৷ প্রথম টেস্টে স্লে ব্যাটিংয়ের জন্য ইশানকে বকাঝকা করেছিলেন অধিনায়ক৷ আর বকার ফল যে জবরদস্ত হয়েছে তা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিলেন ইশান৷ ৩৩ বলে ফিফটি করে কাঁপিয়ে দিয়েছেন তিনি৷
এদিকে এই মুহূর্তে চোটের কারণে দলের বাইরে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ৷ এদিন তাঁর কথা মনে করিয়ে দেন ইশান। তিনি যে ব্যাট নিয়ে ব্যাট করছিলেন তাতে লেখা ছিল ‘RP 17’। অর্থাৎ ব্যাটে ঋষভ পন্থের নাম এবং তার জার্সি নম্বর লেখা ছিল৷
পন্থের নামে ব্যাট নিয়ে খেলতে দেখা গেছে ইশানকে
ইশান যে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনয় করছেন, তাঁর সঙ্গে রয়েছেন পন্থও৷ সংস্থাটি পন্থের নামে R এবং P অক্ষর সহ কিছু বিশেষ ব্যাট সামনে এনেছে। ঋষভ নিজেও এই ব্যাটটি নিয়ে খেলতেন এবং এখন ইশানও এই ব্যাটটি নিয়েই এদিন খেলেন৷
পোর্ট অফ স্পেনে দ্বিতীয় টেস্ট জিততে ওয়েস্ট ইন্ডিজকে ৩৬৫ রানের টার্গেট দিয়েছে ভারত। তা তাড়া করতে নেমে চতুর্থ দিনের খেলা শেষে ক্যারিবিয়ানরা ৭৬ রানে দুই উইকেট হারিয়ে ফেলে। শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ২৮৯ রানের প্রয়োজন এবং সিরিজে এগিয়ে থাকতে হলে ভারতের প্রয়োজন হবে আরও ৮ উইকেট।