রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও তিনি ৫৪ করেছিলেন৷ এরপরের ম্যাচগুলিতে সর্বাধিক ২৬ রান করেছেন৷ অন্য প্লেয়ার হলেও একটা কথা ছিল প্রায় ১৬ কোটি প্লেয়ারের ব্যাট থেকে এ হেন পারফরম্যান্স একেবারেই মন ভরাচ্ছে না কারোর৷ এমনকি লখনউ ম্যাচে খারাপ পারফরম্যান্স করে আউট হওয়ার পর মাঠেই মেজাজ হারিয়ে ফেলেন৷
আরও পড়ুন - Weather Alert: হু হু করে বইবে হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করে জানাল আবহাওয়া দফতর
advertisement
দেখে নিন সেই মেজাজ হারানোর মুহূর্তের ভাইরাল ভিডিও (Viral Video)৷
আসলে লখনউয়ের বিরুদ্ধে জয়ের জন্য মুম্বইয়ের প্রয়োজন ছিল ২০০-রান৷ আর সেই গুরুত্বপূর্ণ রান তাড়া করতে নামায় ঈশান ও রোহিত দুজনের উইকেটই তাড়াতাড়ি হারায় মুম্বই৷
আরও পড়ুন - IPL 2022: বড় আশা করে সেজেগুজে কোন ক্রিকেটারের খেলা দেখতে মাঠে হাজির সারা, ভাইরাল ফটো
বাউন্ডারি সাত তাড়াতাড়ি আউট হয়ে যান
ঈশান কিষানের থেকে বড় ইনিংসের আশা ছিল৷ কিন্তু ১৭ বলে মাত্র ১৩ রান করে আউট হয়ে যান তিনি৷ ম্যাচের সপ্তম ওভারে মার্কস স্টোয়নিসের বলে তিনি আউট হয়ে যান৷ আর ফের একবার ফ্লপ হওয়ার রাগ উগড়ে দেন৷ ডাগআউটে ফেরার সময় বাউন্ডারি কুশনে ব্যাট দিয়ে ধাক্কা মারেন৷
ঈশান কিষানের বাউন্ডারিতে ব্যাট দিয়ে মারেন৷ বাউন্ডারিতে স্পনসরের নাম ছাপা ছিল৷ কোটি কোটি টাকার ক্রিকেটারের এই ব্যবহার আইপিএল আচরণবিধির নিয়মবিরুদ্ধ৷ তাই এরজন্য তাঁর সাজা হতে পারে৷ তাঁর ওপর জরিমানা ধার্য হতে পারে৷ ঈশান কিষান এখনও অবধি ৬ ইনিংসে ৩৮.২০ গড়ে ১৯১ রান করেছে৷ তাঁর স্ট্রাইকরেট ১১৭.১৭৷