জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) যে বলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারকে (Dean Elgar) প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন৷ যে বলে ওই উইকেটটা যায় সেই বলটা কামাল বল ছিল৷ এলগারের কাছে ওই পারফেক্ট ডেলিভারির কোনও জবাব ছিল না৷ বুমরাহ এদিন দক্ষিণ আফ্রিকার ইনিংসে পঞ্চম ওভার বল করছিলেন৷ তাঁর চতুর্থ বল লেংথ বল ছিল৷ যে বলটা মিডল স্টাম্পে পড়ে ঝড়ের গতিতে অফস্টাম্পের দিকে বেরিয়ে গিয়েছিল৷ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এলগার এতে ডিফেন্সিভ শট খেলতে চেয়েছিলেন৷ কিন্তুু বের সুইং বুঝতে পারেননি৷ বল তাঁর ব্যাটের কিনারায় লেগে চেতেশ্বর পূজারার হাতে চলে যায়৷ ডিন এলগার হাত কচলাতে কচলাতে বেরিয়ে যান৷ স্লিপে আউট হন তিনি৷
advertisement
প্রোটিয়া অধিনায়ক এলগার ৩ রান করে আউট হন
আরও পড়ুন - Sachin Tendulkar in Indian Cricket: জোর চেষ্টায় জয় শাহ, ফের ভারতীয় ক্রিকেটে সচিন
এর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে৷ এতে এলগারকে দেখে বোঝা যাচ্ছে বুমরাহের এই বলের কোনও উত্তর ছিল না৷ এলগার আউট হতেই বিরাট কোহলি খুশিতে আনন্দে নেচে ওঠেন৷ এলগার ১৬ বলে ৩ রান করেন৷ বুমরাহ প্রথম দিনে ৪ ওভারে এক রানও দেননি৷ সঙ্গে এলগারের মহাগুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন৷
আরও পড়ুন - Anushka Sharma Beauty Tips: ‘চাকদা এক্সপ্রেস’ অনুষ্কার সৌন্দর্যের রহস্যভেদ, জেনে নিন বিউটি টিপস
এবার দ্বিতীয় দিনে ভারতীয় বোলার পুরো নজরে রাখবেন কতটা তাড়াতাড়ি দক্ষিণ আফ্রিকাকে প্যাকআপ করে দেওয়া যায়৷