ভারত এদিন ৩৯৮ রানের বিশাল টার্গেট দিয়েছিল তাতে গুরুত্বপূর্ণ অবদান শ্রেয়স আইয়ারের। এদিনের সেমিফাইনালের একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে, যেখানে অধিনায়ক রোহিত শর্মাকে আইয়ারের সেঞ্চুরিতে নিজের স্টাইলে নাচতে দেখা যাচ্ছে। এমন নাচ যা দেখে নেটিজেনদের মন্তব্য আরে দাদা মদ্যপ নাকি!
আরও পড়ুন – Babar Azam Resigns: পাকিস্তানের পুরনো খেলা! এবার পদ ছাড়লেন খোদ অধিনায়ক বাবর, লিখলেন আবেগ ভরা মেসেজ
advertisement
রইল সেই ভাইরাল ভিডিও
ভিডিওটি যাঁরা দেখেছেন তাঁরা বারবার দেখছেন এই ভিডিও, আর নিজেদের রিঅ্যাকশনও দিচ্ছেন৷ আসলে, রোহিত শর্মাকে আইয়ারের সেঞ্চুরিতে আনন্দে নাচতে দেখা যায়। ম্যাচে দলের পারফরম্যান্সে দারুণ খুশি হিটম্যান। ফ্যানরা বলছেন যে রোহিত সবচেয়ে সুন্দর অধিনায়ক, অন্যরা মদ্যপানে তার নাচ সম্পর্কে মজার প্রতিক্রিয়া দিতে শুরু করে।
সকলেরই বক্তব্য আরে দাদা পিছনে কী কোনও মদ খাওয়ার গান বাজছে নাকি৷
এদিন সেমিফাইনাল ১১৭ রান করেন বিরাট কোহলি। সচিনের ৫০ সেঞ্চুরির রেকর্ড ভাঙা বিরাট, বর্তমান বিশ্বকাপ টুর্নামেন্টে রান তুলতে ব্যস্ত। এদিন শুভমান গিল ৬৬ বলে ৮০ রান এবং অধিনায়ক রোহিত শর্মা ২৯ বলে ৪৭ রান করেন। ভারত ঘরের মাঠের ফাইনালের টিকিট পেয়ে ফুটছে টগবগ করে৷