করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে, মহম্মদ রিজওয়ান-এর নেতৃত্বাধীন মুলতান সুলতানস প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২৩৪/৩ রান তোলে। কিন্তু করাচি কিংস সেই লক্ষ্য ১৯.২ ওভারে টপকে যায়। সৌজন্যে করাচির ব্যাটার জেমস ভিন্সের ৪৩ বলে ১০১ রানের ঝড়ো ইনিংস। তার ম্যাচ জয়ী ইনিংসের জন্য ভিন্স ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন। এছাড়া দলের তরফ তাঁকে ড্রেসিং রুমে একটি পুরস্কার দেওয়া হয়। যা নিয়েই যাবতীয় ঘটনা।
advertisement
করাচি কিংসের তরফ থেকে সোশ্যল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা যায় দলের তরফ থেকে ভিন্সের ইনিংসের প্রশংসা করার পাশাপাশি তাঁকে ড্রেসিং রুমে সকলের সামনে ডেকে একটি পুরস্কার দেওয়ার হয়। আর তা আশ্চর্যজনকভাবে ছিল একটি হেয়ার ড্রায়ার। এই ভিডিওটি সোশ্যাল মি়ডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। আইপিএলের সঙ্গে তুলনা করা ট্রোল করাও শুরু করেছেন নেটিজেনরা।
আরও পড়ুনঃ ৭ বছর পর আইপিএলে স্বপ্নের কামব্যাক ভারতীয় তারকার! সব অবজ্ঞার জবাব দিলেন ব্যাটে
প্রসঙ্গত, বর্তমানে করাচি কিংস পিএসএল ২০২৫ পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে এক ম্যাচে দুই পয়েন্ট নিয়ে, অন্যদিকে মুলতান সুলতানস পাঁচ নম্বরে, তারা তাদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন কিংস আগামী মঙ্গলবার লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে, আর সুলতানস বুধবার খেলবে ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে।