TRENDING:

পূজারা-বিজয়ের জোড়া সেঞ্চুরিতে নাগপুরে চালকের আসনে ভারত

Last Updated:

দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে ১০৭ রানে ৷ হাতে রয়েছে ৮ উইকেট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শ্রীলঙ্কা: ২০৫
advertisement

ভারত: ৩১২/২ ( ৯৮ ওভার)

দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে ১০৭ রানে ৷ হাতে রয়েছে ৮ উইকেট

#নাগপুর: কঠিন প্রোটিয়া সফরের আগে সবুজ পিচে ব্যাটিং প্র্যাকটিসটা সেরে রাখল ভারত। জোড়া সেঞ্চুরিতে নাগপুর টেস্টের দ্বিতীয় দিনের শেষে ফ্রন্টফুটে টিম ইন্ডিয়া।

পূজারা-বিজয়ের সেঞ্চুরির পাশাপাশি আবার হাফ সেঞ্চুরি এল কোহলির ব্যাট থেকে। প্রথম ইনিংসে বড় রানের হাতছানি। জামথায় দ্বিতীয় দিনের শেষে জঘন্য শ্রীলঙ্কার বোলিংয়ের মোকাবিলা করতে কোনও সমস্যাই হয়নি ভারতীয় ব্যাটসম্যানদের ৷

advertisement

শনিবার সারাদিনে পড়ল মাত্র একটা উইকেট। দীর্ঘদিন পর ওপেনিংয়ে ফিরে ১২৮ রান বিজয়ের। কেরিয়ারের এটি তাঁর দশম টেস্ট সেঞ্চুরি।কেরিয়ারের ১৭ নম্বর টেস্ট সেঞ্চুরিটা করে ফেললেন পূজারাও। দ্বিতীয় দিনের শেষে ঝকঝকে ১২১ রানের অপরাজিত তিনি । নীরস গামাগে, হেরাথদের বোলিংকে দুমড়ে দিয়ে পূজারা-বিজয়ের পার্টনারশিপে ২০৯ রান। বিজয়ের পর পূজারা-কোহলির পার্টনারশিপ দুঃখ বাড়াল চান্দিমলদের। সারাদিন হাত ঘুরিয়ে লঙ্কার একমাত্র উইকেট শিকারী রঙ্গনা হেরাথ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
পূজারা-বিজয়ের জোড়া সেঞ্চুরিতে নাগপুরে চালকের আসনে ভারত