বিহার ক্রিকেট দল ইতিহাসের সবচেয়ে বড় রেকর্ড ভেঙে দিয়েছে। বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে বিহার ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫৭৪ রান করেছে। লিস্ট এ ক্রিকেটে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ দলগত স্কোর। এই ম্যাচটি রাঁচিতে খেলা হচ্ছে। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিহারের ব্যাটাররা রানের সুনামি বইয়ে দেন। ওপেনিং করা বৈভব সূর্যবংশী প্রথম উইকেটে ১৫৮ রানের জুটি গড়েন। তিনি ১৯০ রানের ইনিংস খেলেন।
advertisement
এর আগে লিস্ট এ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল তামিলনাড়ুর নামের পাশে। ২০২২ সালে অরুণাচল প্রদেশের বিরুদ্ধেই তামিলনাড়ু ২ উইকেট হারিয়ে ৫০৬ রান করেছিল। তিন বছর পর বিহার আবার অরুণাচল প্রদেশের বিরুদ্ধেই সেই রেকর্ড ভেঙে দিয়েছে। এই তালিকায় এখন বিহার শীর্ষে, আর ইংল্যান্ড ও সারের দল যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।
বিহারের হয়ে তিনজন ক্রিকেটার দুর্দান্ত শতরান করেছেন। সবার আগে বৈভব সূর্যবংশী ১৯০ রানের অসাধারণ ইনিংস খেলেন। এর পর উইকেটকিপার ব্যাটসম্যান আয়ুষ লোহারুকা ১১৬ রান করেন। তার পর অধিনায়ক সাকিবুল গনি মাত্র ৪০ বলে ঝড়ো ১২৮ রানের ইনিংস খেলেন। বিহারের ইনিংসে মোট ৪৯টি চার ও ৩৮টি ছক্কা মারা হয়। অর্থাৎ, বিহার শুধু বাউন্ডারি থেকেই মোট ৩৭৭ রান সংগ্রহ করে।
আজকের দিন পুরোপুরি বৈভব সূর্যবংশীর নামে লেখা হয়ে থাকবে। মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে বৈভব সূর্যবংশী পুরুষদের লিস্ট-এ ক্রিকেটে শতরান করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে গেলেন। এটি ছিল লিস্ট-এ ক্রিকেটে তাঁর মাত্র সপ্তম ম্যাচ। এর আগে তিনি ২০২৪ সালের ডিসেম্বর মাসে মধ্যপ্রদেশের বিরুদ্ধে অভিষেক করেছিলেন।
আরও পড়ুন- “বুলেটপ্রুফ গাড়ি দরকার”, তারকা ক্রিকেটার রশিদ খানের প্রাণহানির আশঙ্কা
রাঁচিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে প্লেট লিগ ম্যাচে খেলতে নেমে বৈভব মাত্র ৩৬ বলে শতরান করেন। টি-টোয়েন্টি ছাড়া সিনিয়র ক্রিকেটে এটি ছিল তাঁর প্রথম শতক। এর পর তিনি মাত্র ৫৯ বলে লিস্ট-এ ক্রিকেটের দ্রুততম ১৫০ রানও পূর্ণ করেন। বৈভব ৮৪ বলে ১৯০ রান করে আউট হন, ইনিংসে ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা।
