ম্যাচ চলাকালীন তামিলনাড়ুর ওপেনিং ব্যাটার বাবা ইন্দ্রজিৎ গুরুতর আহত হন। তবুও হাল ছাড়েননি তিনি। মুখে টেপ দিয়ে দলের হয়ে মাঠে লড়াই চালিয়ে যান বাবা ইন্দ্রজিৎ।
আরও পড়ুন- ডু অর ডাই ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল! কেমন হতে পারে টিম ইন্ডিয়ার একাদশ
তিনি দুরন্ত লড়াই করেও দলকে জেতাতে পারেননি। এই ম্যাচে হরিয়ানার কাছে তামিলনাড়ু ৬৩ রানে হেরে যায়। কিন্তু এই ম্যাচে আবার অনিল কুম্বলের চোটের স্মৃতি ফিরল।
advertisement
বাবা ইন্দ্রজিত চোটচ পান ম্যাচের মাঝে। ভয়ঙ্কর চোট। মাঠে রক্তারক্তি কাণ্ড হয়ে যায়। জানা গিয়েছে, দুর্ঘটনাটি ইনিংস বিরতির সময় ঘটেছিল। ঠোঁট ফেটে যায় তাঁর। মুখে ব্যান্ডেজ, টেপ লাগিয়ে খেলে যান তিনি।
প্রতিপক্ষ দলের দেওয়া লক্ষ্য তাড়া করতে গিয়ে তামিলনাড়ু ১৪ ওভারে ৫৩ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। তখন ইন্দ্রজিৎ মুখে টেপ নিয়ে ব্যাট করতে মাঠে নামেন। ম্যাচ চলাকালীন ১৬তম ওভারে তাঁর জন্য মাঠে ডাক্তার ডাকতে হয়েছিল।
আরও পড়ুন- রবি শাস্ত্রীর স্ত্রী হতেন! একটা শর্ত বদলে দিল সব, অমৃতা সিং হন সঈফের বেগম
জানা গিয়েছে, বিরতির সময় পা পিছলে বাথরুমে পড়ে আহত হন ইন্দ্রজিৎ। সেই কারণে তার ঠোঁটে মারাত্মক চোট লাগে। এর পরও তিনি হাল ছাড়েননি। নির্ধারিত নম্বরে ব্যাটিং করতে আসেন। ৭১ বলে ৬৪ রান করেন তিনি।