TRENDING:

এসএ ২০-র সঙ্গে গাঁটছড়া; দক্ষিণ আফ্রিকা প্রিমিয়াম টি২০ লিগ ভারতে সম্প্রচার করবে Viacom18

Last Updated:

ক্রীড়াপ্রেমীদের বিনোদন দিতে কোনও ত্রুটি রাখছে না ক্রিকেট সাউথ আফ্রিকা। এসএ-২০-র জন্য জনপ্রিয় খেলোয়াড়দের উৎসাহিত করা হচ্ছে যাতে প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্ট অন্য উচ্চতায় পৌঁছয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় চালু হওয়া প্রিমিয়াম টি২০ লিগ ভারতে সম্প্রচার করতে এসএ২০-র সঙ্গে ১০ বছরের জন্য গাঁটছড়া বাঁধল ভারতের নতুন স্পোর্টস নেটওয়ার্ক, ভায়াকম ১৮ স্পোর্টস। ক্রীড়ামোদীদের কাছে এই খবর যেন সোনায় সোহাগা। কেন না, দীর্ঘ দিন ধরেই খবর থেকে শুরু করে বিনোদন- নানা ক্ষেত্রে নির্ভরযোগ্য কনটেন্ট পরিবেশনের সারিতে ভায়াকম ১৮ এক অনন্য নাম। এবার সেই অভিজ্ঞতা সুলভ হবে খেলার জগতেও।
advertisement

ভারতে সবচেয়ে জনপ্রিয় মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি এবং ক্রীড়াপ্রেমীদের অনন্য অভিজ্ঞতা প্রদানে কাজ করছে ভায়াকম ১৮। এসএ২০ এবং ভায়াকম ১৮ একসঙ্গে ভারতে ক্রিকেটপ্রেমীদের আরও কাছাকাছি আনবে। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ক্রিকেট, ঘরোয়া সেটআপ এবং খেলোয়াড়দের জনপ্রিয়তা এসএ ২০-কে অন্যান্য আন্তর্জাতিক টি২০ লিগের মধ্যে থেকেও আলাদা করে তুলবে। দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে দীর্ঘ এবং নিবিড় ক্রিকেট সম্পর্ক রয়েছে। এই অংশীদারিত্ব সেই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে। ভারতীয় সমর্থকরাও উচ্চ মানের টি২০ অ্যাকশনের স্বাদ পাবেন।

advertisement

আরও পড়ুন- আলমারির ভিতরে লুকিয়ে রয়েছে বিড়াল! মাত্র ১৫ সেকেন্ডে খুঁজে বের করাই চ্যালেঞ্জ

ক্রীড়াপ্রেমীদের বিনোদন দিতে কোনও ত্রুটি রাখছে না ক্রিকেট সাউথ আফ্রিকা। এসএ-২০-র জন্য জনপ্রিয় খেলোয়াড়দের উৎসাহিত করা হচ্ছে যাতে প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্ট অন্য উচ্চতায় পৌঁছয়।

লিগে সেমিফাইনাল এবং ফাইনালের আগে রাউন্ড রবিন পর্যায়ে ৬টি দল একে অপরের সঙ্গে দু’বার করে খেলবে। সব মিলিয়ে ২০২৩ সালের ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে চার সপ্তাহে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬টি দল হল - জো’বার্গ সুপার কিংস, প্রিটোরিয়া ক্যাপিটালস, ডারবানস সুপার জায়ান্টস, সানরাইজার্স ইস্টার্ন কেপ, পার্ল রয়্যালস এবং এমআই কেপ টাউন।

advertisement

আরও পড়ুন- মরুভূমিতে হারিয়েছে বেদুইনের আরবি ঘোড়া, ২১ সেকেন্ডে খুঁজে দিতে পারবেন শুধু ক্ষুরধার বুদ্ধিমানেরাই! রইল চ্যালেঞ্জ

ভায়াকম ১৮ স্পোর্টসের সিইও অনিল জয়রাজ বলেন, ‘‘এসএ২০ টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেট প্রেমীদের ভরপুর বিনোদনের অভিজ্ঞতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘টি২০ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে সবচেয়ে জনপ্রিয় ফর্ম্যাট। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের পরম্পরা এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের জনপ্রিয়তা ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে আরও রোমাঞ্চকর করে তুলবে। প্রাইম টাইমে এই খেলা সম্প্রচার হওয়ায় ক্রিকেট প্রেমীরা উৎসাহের সঙ্গে এতে অংশ নেবেন বলেই আশা করা হচ্ছে।’

advertisement

এসএ ২০ লিগের কমিশনার এবং সাউথ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ বলেন, ‘‘আজ সাউথ আফ্রিকার ক্রিকেটের জন্য দুর্দান্ত দিন। দীর্ঘমেয়াদে অফিসিয়াল ভারতীয় সম্প্রচারকারী হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিগ গড়ার উচ্চাকাঙ্ক্ষায় এসএ২০ এবং ভায়াকম ১৮ অনুঘটকের কাজ করবে’। সঙ্গে তিনি যোগ করেন, ‘এসএ ২০কে ভারতের আবেগপ্রবণ ক্রিকেট প্রেমীদের ঘরে পৌঁছে দিতে ভায়াকম ১৮ যথার্থ অংশীদার, আইপিএলের ৬ মালিকও দক্ষিণ আফ্রিকায় তাদের ব্র্যান্ড সম্প্রসারণ করেছে।’’

advertisement

স্মিথ আরও বলেন, ‘‘আমরা ভায়াকম ১৮-এর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। ঘরোয়া ক্রিকেটে এর ফল সুদূরপ্রসারী হবে। দক্ষিণ আফ্রিকায় আরও অনেক খেলোয়াড় উঠে আসবে। বিশ্বব্যাপী ক্রিকেট দর্শকদের জন্য এ দেশ ক্রিকেট ইকোসিস্টেম গড়ে তুলবে।’’

সেপ্টেম্বরে এসএ২০-র নিলাম অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টের জন্য ১০০-র বেশি খেলোয়াড় স্বাক্ষর করেছেন। একটি দল সর্বোচ্চ দশজন দক্ষিণ আফ্রিকান এবং ৭ জন বিদেশি ক্রিকেটার রাখতে পারে। প্রতি ম্যাচে প্রথম একাদশে চারজন বিদেশি খেলোয়াড় রাখার অনুমতি দেওয়া হয়েছে। সব দল একজন আনক্যাপড তরুণ খেলোয়াড়কে সাইন আপ করার জন্যও বেছে নিয়েছে।

এসএ২০-তে কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, কাগিসোর মতো আন্তর্জাতিক সুপারস্টারদের দেখাঁ যাবে। থাকছেন রাবাদা, ডেভিড মিলার, অ্যানরিচ নর্টজে, রশিদ খান, জস বাটলার, ইয়ন মর্গ্যান, আদিল রশিদ, জেসন রয়, লিয়াম লিভিংস্টোন, মহেশ থেকশানা, জেসন হোল্ডার।

২০২২ কাতারের ফিফা বিশ্বকাপের সমস্ত ম্যাচ জিও সিনেমা লাইভ স্ট্রিম করবে বলে সম্প্রতি ঘোষণা করেছে ভায়াকম ১৮। বিশ্বের সর্বশ্রেষ্ঠ শো, ফুটবল বিশ্বকাপ যা চার বছরে একবার হয়, তা একচেটিয়াভাবে উপস্থাপন করা হবে ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত জিও সিনেমা এবং স্পোর্টস ১৮ প্ল্যাটফর্মে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ফিফা বিশ্বকাপ কাতার ২০২২, এনবিএ, ডায়মন্ড লিগ-সহ, লা লিগা, সেরি এ, লিগ ১ এবং শীর্ষ এটিপি এবং বিডব্লিউএফ ইভেন্টের মতো আন্তর্জাতিক মানের ক্রীড়া ইভেন্টের পোর্টফোলিওতে এবার যুক্ত হচ্ছে এসএ ২০ লিগ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সর্বশেষ আপডেট, খবর, স্কোর এবং ভিডিও-র পেতে স্পোর্টস ১৮-এর ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার এবং ইউটিউব পেজ অনুসরণ করা বাঞ্ছনীয়।

বাংলা খবর/ খবর/খেলা/
এসএ ২০-র সঙ্গে গাঁটছড়া; দক্ষিণ আফ্রিকা প্রিমিয়াম টি২০ লিগ ভারতে সম্প্রচার করবে Viacom18
Open in App
হোম
খবর
ফটো
লোকাল