ভারতে হওয়া প্রথম পর্বে সাত ম্যাচে মাত্র দুটি জয় পাওয়া কেকেআর ভেঙ্কটেশের ছোঁয়ায় পাল্টে গেছে যেন। সংযুক্ত আরব আমিরশাহীতে পরপর দুটি ম্যাচ জিতে নক আউটের স্বপ্ন দেখতে শুরু করেছে শাহরুখ খানের দল। আইপিএলের এই নতুন তারকার ভেঙ্কটেশ আইয়ারের দুটি স্বপ্ন। প্রথম প্রিয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে পরামর্শ আর দ্বিতীয় রজনীকান্তের সঙ্গে সাক্ষাৎ। একটি সাক্ষাৎকারে ভেঙ্কটেশ নিজের ইচ্ছের কথা জানিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্যই যে ক্রিকেটপ্রেম তা জানাতে ভোলেননি মধ্যপ্রদেশের এই ক্রিকেটারটি।
advertisement
ভেঙ্কটেশ জানান, "আইপিএলে কলকাতার হয়েই খেলার স্বপ্ন দেখতাম। কারণ কেকেআরের প্রথম অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই কেকেআর আমাকে দলে নেওয়ায় স্বপ্নপূরণ হয়েছে। দাদার বিরাট ভক্ত আমি। সারা পৃথিবীতে সৌরভের অসংখ্য ভক্তদের মধ্যে আমিও একজন। আমার ব্যাটিংয়ের দাদার বিরাট কৃতিত্ব। যদিও সৌরভ জানেন না সেই কথা। আমার ইচ্ছে দাদার থেকে পরামর্শ নেওয়ার।"
আরও পড়ুন : আজ বিজয়ওয়াড়া যাচ্ছে বাংলা, চার দলীয় আমন্ত্রণী টুর্নামেন্ট খেলে প্রস্তুতি সারতে চান অরুণলাল
ভেঙ্কটেশ আরও জানান, "ছোটবেলায় ডান হাতে ব্যাট করতাম। তবে সৌরভকে দেখে আমি বাঁহাতি হয়ে যাই। বাঁ হাতেই ব্যাট করা শুরু করি।" সৌরভের মত রুপোলি পর্দার মেগাস্টার রজনীকান্তের অন্ধভক্ত ভেঙ্কটেশ আইয়ার। ছোটবেলায় একবার তিনি রজনীকান্তের সিনেমা দেখার জন্য বহু দূর পাড়ি দিয়েছিলেন। ভেঙ্কটেশ নিজেই সাক্ষাৎকারে জানিয়েছেন তার এই ফ্যান সুলভ পাগলামির কথা।
আরও পড়ুন : ঝড়ের মাঝেই ধোনির সঙ্গে কী নিয়ে আলোচনা কোহলির ?
একবার প্রিয় নায়ক রজনীকান্তের সঙ্গে দেখা করতে চান নাইটদের নতুন তারকা। ক্রিকেটার ভেঙ্কটেশের সৌরভ আর রজনীভক্ত হওয়া ছাড়াও আরেকটি পরিচয় রয়েছে। অসম্ভব মেধাবী ছাত্র তিনি। নামি এক সংস্থার মোটা মাইনের চাকরি ছেড়ে পাকাপাকি ক্রিকেটার হয়েছেন। একসময় ক্রিকেট খেলার পাশাপাশি বিকম পাশ করার পর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি নিয়েই পড়াশোনা শুরু করেছিলেন। কিন্তু সিএ ফাইনাল না দিয়ে ক্রিকেটই বেছে নিয়েছিলেন তিনি। যদিও পরে এমবিএ করেন ভেঙ্কটেশ আইয়ার।