আরও পড়ুন- বড় ম্যাচ হেরে ল্যাজে-গোবরে অবস্থা কোহলিদের! আজ পাকিস্তান জিতলে চাপ বাড়বে
বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারানোর পরই পাকিস্তানের প্রাক্তন তারকারা একের পর এক শব্দবাণ ছুঁড়ছেন। এবার বিস্ফোরণ ঘটালেন সলমান বাট, যিনি কি না একটা সময় স্পট ফিক্সিং কাণ্ডে জড়িতে থাকার অপরাধে ক্রিকেট থেকে নির্বাসিত হন। গত ২৯ বছরে বিশ্বকাপে পাকিস্তানের কাছে একবারও হারেনি ভারত। তবে এবার কোহলির নেতৃত্বে সেই রেকর্ড অক্ষুন্ন থাকেনি। সৌরভ গঙ্গোপাধ্যায়, এমএস ধোনি, মহম্মদ আজহারু্দিনদের ক্যাপ্টেন্সিতে ভারতীয় দলকে একবারও বিশ্বকাপের মঞ্চে হারাতে পারেনি পাকিস্তান। এবার সেই রেকর্ড ভেঙে পাকিস্তানের প্রাক্তন তারকাদের মুখে বুলি ফুটেছে যেন!
advertisement
আরও পড়ুন- স্ক্যান রিপোর্ট এল হার্দিকের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে কি খেলতে পারবেন ?
সলমান বাট এদিন বলেছেন, ''বরুণ চক্রবর্তীর মতো স্পিনার পাকিস্তানের কাছে কোনও সারপ্রাইজ ছিল না। অন্য কোনও দলের কাছে সারপ্রাইজ হলে সেটা আলাদা ব্যাপার। পাকিস্তানে অলিগলিতে বরুণ চক্রবর্তীর মতো বোলার পাওয়া যায়। আমাদের দেশে অলিগলিতে বাচ্চারা ফিঙ্গার ট্রিকস ব্যবহার করে বোলিং করে। এটা কোনও নতুন ব্যাপার নয়। আর বল ভ্যারিয়েশন তো বড় কোনও ব্যাপার নয়। আমাদের দেশের অলিগলিতে বোলাররা আলাদা আলাদাল ভ্যারিয়েশন করে। আইপিএলে বরুণ যেভাবে কার্যকরী হয়েছে সেটা পাকিস্তানের বিরুদ্ধে হওয়া সম্ভব ছিল না। হয়ওনি।''
সালমান বাটও আরও বলেন, ''অজন্তা মেন্ডিসের মতো বোলারাও পাকিস্তানের ব্যাটারদের বিরুদ্ধে সুবিধা করতে পারেনি। আসলে আসলে আমরা স্পিন ভ্যারিয়েশন খেলেই বড় হয়েছি। বরুণ যে ভ্যারিয়েশন ব্যবহার করে সেগুলি খুব কমন। সাধারণ। বরুণ নিজে পাকিস্তান ম্যাচের ভিডিও দেখুক। ও বুঝতে পারবে, পাকিস্তানের ব্যাটাররা ওকে কতটা সহজে খেলে দিয়েছে!''