তাদের সঙ্গে কার এগ্রিমেন্ট হয়েছিল, কী ছিল সেই এগ্রিমেন্টে, কত জিনিস চাওয়া হয়েছিল, কী কী লাগবে এরকম একাধিক প্রশ্ন জানতে তলব করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ৩৪ হাজার ৬৩২ টি টিকিট অনলাইনে বিক্রি হয়। কমপ্লিমেন্টারি টিকিট ও কর্পোরেট টিকিট কত বিক্রি হয়, কত সংখ্যক দর্শক এসেছিল, সেসব জানারও চেষ্টা চলছে।
advertisement
স্টেডিয়াম ভাঙচুরে অভিযুক্তদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে শুরু করল বিধাননগর পুলিশ কমিশনারেট৷ এ দিনই নাগেরবাজার এলাকা থেকে স্টেডিয়াম ভাঙচুরের অভিযোগে দু জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ পরে আরও তিন জনকে গ্রেফতার করা হয়৷ সব মিলিয়ে স্টেডিয়ামে তাণ্ডব চালানোর অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ স্টেডিয়াম ভাঙচুরে অভিযুক্ত আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ ফলে গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে৷ পুলিশ সূত্রে খবর, মূলত সিসিটিভি ফুটেজ, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও এবং ছবি ও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে ভাঙচুরে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে৷
গত শনিবার লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা তৈরি হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে৷ মেসিকে ঠিক মতো দেখা যায়নি, এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠে দর্শক৷ গ্যালারিতে ছড়িয়ে পড়ে বিক্ষোভ৷ চরম অব্যবস্থার মধ্যে মাঝপথেই অনুষ্ঠান থামিয়ে মাঠ ছাড়েন মেসি এবং তাঁর সতীর্থরা৷ এর পরেই ক্ষুব্ধ মেসি ভক্তদের একাংশ গ্যালারিতে তাণ্ডব চালায়৷ শুরু হয়ে চেয়ার ভাঙচুর৷ কার্পেট, ফুলের টবও লুঠ হয়৷ ছিঁড়ে দেওয়া হয় গোলপোস্টের জালও৷
