জানা গিয়েছে, বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে গিয়েছেন বৈভব সূর্যবংশী। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বৈভব বিসিসিআই-এর তৈরি করা এক বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রামের মধ্য দিয়ে যাবেন, যেখানে প্রযুক্তিগত ড্রিলের পাশাপাশি ম্যাচ নির্দিষ্ট পরিস্থিতিতে অনুযায়ী তাঁকে ব্যাটিং করার কৌশল শেখানো হবে।
তার শৈশবের কোচ মণীষ ওঝা জানান, বিসিসিআই ইতিমধ্যেই এই যুবককে সেসব সিনিয়র খেলোয়াড়দের জায়গা পূরণ করার জন্য তৈরি করছে, যারা অবসর নিচ্ছেন এবং এই প্রস্তুতি শুধুমাত্র আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ পর্যন্ত সীমাবদ্ধ নয়। মণীষ ওঝা বলেন, “বিসিসিআই ভবিষ্যতের কথা ভাবছে। সিনিয়র খেলোয়াড়রা ধীরে ধীরে অবসর নিচ্ছেন এবং সেই ফাঁকা জায়গা পূরণ করতে আগামী প্রজন্মের খেলোয়াড়দের সম্পূর্ণভাবে তৈরি করা দরকার। বৈভবের এই প্রশিক্ষণ সেই প্রক্রিয়ারই অংশ। আমরা একজন করে খেলোয়াড় বেছে নিয়ে তাদের আন্তর্জাতিক ক্রিকেটের চাহিদা অনুযায়ী তৈরি করি।”
advertisement
বেঙ্গালুরুতে বৈভব সূর্যবংশীর এই প্রশিক্ষণ মাত্র এক সপ্তাহের হবে, যার পরে তিনি পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য ভারত অনূর্ধ্ব-১৯ ক্যাম্পে যোগ দেবেন। কোচ ওঝা আরও জানান, এখন বৈভবের পরবর্তী লক্ষ্য হল লম্বা ফর্ম্যাটে নিজের ধারাবাহিকতা বাড়ানো। তিনি বলেন,”তার মধ্যে প্রথম বল থেকেই আক্রমণ করার ক্ষমতা আছে। যা টি-২০ এবং ওয়ানডেতে অনেক বড় পজিটিভ দিক। আপনি এটা আইপিএল, অনূর্ধ্ব-১৯ এবং বিজয় হাজারে ট্রফিতেও দেখেছেন। কিন্তু লম্বা ফর্ম্যাটে তার পারফরম্যান্স সাদা বলের তুলনায় কমে যায়। লক্ষ্য হল, সে যেন ১০টি ইনিংসে অন্তত ৭-৮ বার প্রভাবশালী খেলা দেখাতে পারে।”
আরও পড়ুনঃ GK: দিঘার সমুদ্রের ওপারে বরফের পাহাড়! অবাক কাণ্ড! ব্যাপারটি কী? জেনে নিন বিস্তারিত
বৈভব সূর্যবংশীকে এমনি এমনি ভারতের ক্রিকেটের নতুন উজ্জ্বল তারকা বলা হচ্ছে না। মাত্র ১৪ বছর বয়সে ইংল্যান্ডে যুব ওয়ানডে সিরিজ চলাকালীন ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে নেমে ৫টি ওয়ানডেতে মোট ৩৫৫ রান করে ফেলেছেন। তিনি সিরিজে ৩০টি চার ও ২৯টি ছক্কা হাঁকিয়েছেন। এই সময় মাত্র ৫২ বলে সেঞ্চুরি করে যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও নিজের নামে করে ফেলেছেন। এবার তাঁর পরবর্তী মিশন অস্ট্রেলিয়া।